AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ISL Season 10 Opener: ডিফেন্সে জোড়া ভুল, কেরালায় হার বেঙ্গালুরু এফসির

Kerala Blasters vs Bengaluru FC Match Report: পুরোপুরি নতুন স্কোয়াডও বলা যায়। তবে গোলে গুরপ্রীত সিং সান্ধু ছিলেন, সেটাই যেন ভরসা ছিল। একটা সময় অবধি ভরসা দিলেনও। একটা বড় রকমের ভুলও করলেন। সুনীল ছেত্রীকে ছাড়া বেঙ্গালুরু টিমকে ছন্নছাড়া দেখাল। প্রথমার্ধে কেরালা ব্লাস্টার্সও খুব বেশি সুযোগ তৈরি করতে ব্যর্থ। কেরালার একটি গোলমুখী শট ফিস্ট করে ক্রসবারের ওপরে পাঠিয়ে দেন গুরপ্রীত। দ্বিতীয়ার্ধেই খেলা ঘুরল।

ISL Season 10 Opener: ডিফেন্সে জোড়া ভুল, কেরালায় হার বেঙ্গালুরু এফসির
Image Credit: ISL
| Edited By: | Updated on: Sep 21, 2023 | 10:56 PM
Share

কোচি: ইন্ডিয়ান সুপার লিগের দশম সংস্করণ শুরু হল। আইএসএলের ইতিহাসে এই প্রথম মরসুমের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি কেরালা ব্লাস্টার্স ও বেঙ্গালুরু এফসি। গত মরসুমে এই ম্যাচ ঘিরে ধুন্ধুমার হয়েছিল কেরালা ব্লাস্টার্সের হোম গ্রাউন্ডে। সুনীল ছেত্রীর বুদ্ধিদীপ্ত ফ্রিক, রেফারি গোলও দেন বেঙ্গালুরু এফসিকে। যদিও রেফারির সিদ্ধান্তে খুশি হতে পারেনি কেরালা ব্লাস্টার্স। এই ঘটনার জেরে ম্যাচের প্রায় ২৫ মিনিট বাকি থাকতেই টিম তুলে নেয় কেরালা। নতুন মরসুমে কেরালা ব্লাস্টার্সের শুরুটা নতুন হল। আইএসএলের দশম সংস্করণের উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরু এফসি-কে ২-১ ব্যবধানে হারাল কেরালা। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বেঙ্গালুরু এফসি এ বারের স্কোয়াডে একঝাঁক পরিবর্তন করেছে। পুরোপুরি নতুন স্কোয়াডও বলা যায়। তবে গোলে গুরপ্রীত সিং সান্ধু ছিলেন, সেটাই যেন ভরসা ছিল। ম্যাচে একটা সময় অবধি ভরসা দিলেনও। একটা বড় রকমের ভুলও করলেন। এশিয়ান গেমসে জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন সুনীল ছেত্রী। তাঁকে ছাড়া বেঙ্গালুরু টিমকে ছন্নছাড়া দেখাল। প্রথমার্ধে কেরালা ব্লাস্টার্সও খুব বেশি সুযোগ তৈরি করতে ব্যর্থ। কেরালার একটি গোলমুখী শট ফিস্ট করে ক্রসবারের ওপরে পাঠিয়ে দেন গুরপ্রীত। দ্বিতীয়ার্ধেই খেলা ঘুরল।

গোলশূন্য প্রথমার্থ। দ্বিতীয়ার্ধে একটি সেট পিস থেকে এগিয়ে যায় কেরালা ব্লাস্টার্স। কর্নার ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল ঢুকিয়ে দেন বেঙ্গালুরু ডিফেন্ডার বীনদর্প। ম্যাচের ৭০ মিনিটে কেরালার হয়ে দ্বিতীয় গোল লুনার। তাঁর বুদ্ধিমত্তাকে যেমন প্রশংসায় ভরিয়ে দিতে হয়, তেমনই এই গোলের দায় গুরপ্রীতেরও। নিজের প্লেয়ারকে পাস দিতে চেয়েছিলেন বেঙ্গালুরু এফসি গোলরক্ষক। কিন্তু তাঁর ভুলে বল পান লুনা। ফাঁকা গোলে বল ঢোকান লুনা। দুটো ভুল, দুটো গোল। শেষ দিকে কিছুটা সান্ত্বনা পেল বেঙ্গালুরু এফসি। পরিবর্ত হিসেবে নামা কার্টিস মেইন নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে একটি গোল শোধ করেন।

আইএসএল মরসুমের শুরুটা অনবদ্য হল কেরালা ব্লাস্টার্সে বাংলার দুই ফুটবলারের। এ বারই মোহনবাগান থেকে কেরালা ব্লাস্টার্সে যোগ দিয়েছেন প্রীতম কোটাল। বেঙ্গালুরু এফসি থেকে ব্লাস্টার্সে মোহনবাগানের প্রাক্তনী প্রবীর দাস। জয় দিয়েই আইএসএল মরসুম শুরু হল তাঁদের।