FIFA World Cup 2022: রোনাল্ডোর ঘুম কেড়ে নিয়েছেন যিনি, সেই ব়্যামোসের উত্থানের গল্প জানেন?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 09, 2022 | 3:02 PM

২১ বছরের এই ছেলের মধ্যে যে মশলা আছে, তা মানছে বিশ্ব ফুটবল। প্রশ্ন হল, মরক্কোর বিরুদ্ধে শুরু থেকে কি খেলবেন ব়্যামোস? এই প্রশ্নের উত্তর মেলাতে পারছেন না অনেকেই।

FIFA World Cup 2022: রোনাল্ডোর ঘুম কেড়ে নিয়েছেন যিনি, সেই ব়্যামোসের উত্থানের গল্প জানেন?
FIFA World Cup 2022: রোনাল্ডোর ঘুম কেড়ে নিয়েছেন যিনি, সেই ব়্যামোসের উত্থানের গল্প জানেন?
Image Credit source: Twitter

Follow Us

দোহা: ‘পিস্তলেইরো’ সেলিব্রেশনের নাম শুনেছেন? কে এমন সেলিব্রেশন করেন? এই প্রশ্নের উপর দেওয়ার জন্য ২১ বছরের এক তরুণকে খুঁজতে হবে। অবশ্য খুব বেশি খোঁজার দরকার নেই। প্রি-কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড ম্যাচের দিকে চোখ রাখলেই হবে! ওই ম্যাচে যিনি হ্যাটট্রিক করেছিলেন, তাঁরই অভিনব সেলিব্রেশনে মজেছে বিশ্ব ফুটবল। গন্সালো ব়্যামোসকে (Goncalo Ramos) নিয়েই এখন আলোচনা চলছে কাতার বিশ্বকাপে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) বদলে যিনি সুইসদের বিরুদ্ধে নেমেছিলেন শুরু থেকেই। দুরন্ত হ্যাটট্রিক করে প্রমাণ করে দিয়েছেন, রোনাল্ডোর পরবর্তী প্রজন্ম হিসেবে তৈরি ব়্যামোস। শনিবার মরোক্কোর বিরুদ্ধে নামবে পর্তুগাল। কোচ ফের্নান্ডো স্যান্টোসও যে ফুটবলার চিনতে ভুল করেননি, তাও প্রমাণ হয়ে গিয়েছে। এই ব়্যামোসই দুরন্ত মরক্কোর বিরুদ্ধে পর্তুগালকে সেমিফাইনালে তোলার স্বপ্ন দেখাচ্ছেন। মাঠে নেমে পড়ার আগে কী বলছেন তিনি? তুলে ধরল TV9 Bangla

দক্ষিণ পর্তুগালের ওলহাওতে জন্ম ব়্যামোসের। বেনফিকার যুব ফুটবল থেকে উত্থান। বিশ্বকাপের নক আউট ম্যাচে শুরু নেমেই ঝড় বইয়ে দেওয়া ব়্যামোস কিন্তু এর আগে জাতীয় টিমের হয়ে কোনও ম্যাচেই শুরু থেকে খেলেননি। পর্তুগালের হয়ে এর আগে সব মিলিয়ে খেলেছেন ৩টে ম্যাচ। ৩৩ মিনিট মাঠে ছিলেন। তার মধ্যে নাইজিরিয়ার বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে মাঠে ছিলেন ২৩ মিনিট। ওই ম্যআচে একটা গোল করেছিলেন। করিয়েও ছিলেন। এই ব়্যামোস ঘানা ও উরুগুয়ের বিরুদ্ধে গ্রুপ লিগের ম্যাচে ২ ও ৮ মিনিট খেলেছিলেন। বেনফিকার হয়ে আবার ক্লাব ফুটবলে বেশ সফল। ২০২০ সাল থেকে মোট ৪৫টা ম্যাচ খেলেছেন। করেছেন ২০টা গোল। এই ব়্যামোসই বলছেন, ‘আমি আমার খুব সুখের স্বপ্নেও কখনও ভাবিনি যে, বিশ্বকাপের কোনও ম্যাচে হ্যাটট্রিক করব। সবচেয়ে বড় কথা হল, এই ম্যাচটা আবার ছিল আমার জীবনে বিশ্বকাপের প্রথম বড় ম্যাচ।’

১৬ বছরে এই প্রথম কোনও ম্যাচে জাতীয় টিমের হয়ে কোনও ম্যাচে পরিবর্ত হয়ে নেমেছিলেন। তাতেই চমকে দেওয়া সাফল্য ব়্যামোসের। ২১ বছরের এই ছেলের মধ্যে যে মশলা আছে, তা মানছে বিশ্ব ফুটবল। প্রশ্ন হল, মরক্কোর বিরুদ্ধে শুরু থেকে কি খেলবেন ব়্যামোস? এই প্রশ্নের উত্তর মেলাতে পারছেন না অনেকেই। যে পারফরম্যান্স তিনি দিয়েছেন, তাতে তাঁকে ছাড়া প্রথম দল নামানো সহজ হবে না স্যান্টোসের পক্ষে। পর্তুগালের প্রাক্তন ফুটবলার রুই অ্যাগুয়াস কিন্তু বলছেন, ‘ওকে ছাড়া প্রথম দল নামানো খুব কঠিন হবে। বিশেষ করে কেউ যখন কোনও একটা ম্যাচে এই রকম পারফর্ম করে, তাকে বাদ দেওয়া যায় না। কিন্তু ফুটবলে কোনও কিছুই অসম্ভব নয়। তবে ব়্যামোসকে বসানো কঠিন হবে।’

ক্লাব ফুটবলেও এমনই আচমকা উত্থান ব়্যামোসের। লিভারপুল ডারউইন নুনেজকে সই করানোর পর তাঁর বদলে বেনফিকাকে সাফল্য দিয়েছিলেন। কঠিন পরিশ্রম করতে পারা, আচমকা আক্রমণে উঠে আসা, তীব্র গতি, গোলের নেশা আর গোল করানোর দক্ষতা— তরুণ ফুটবলারের অনেক গুণ সুইস ম্যাচেই চোখে পড়েছে বিশ্ব ফুটবলের। মজার তথ্য হল, যে রোনাল্ডোকে গদিচ্যুত করেছেন, সেই সিআর সেভেনই তাঁর আইডল। চলতি মরসুমে বেনফিকার হয়ে ২১টা ম্যাচ খেলে করেছেন ১৪টা গোল। চ্যাম্পিয়ন্স লিগেও সাফল্য দিয়েছেন বেনফিকাকে।

বের্নার্ডো সিলভা, জোয়াও কান্সেলো, জোয়াও ফেলিক্সদের মতো তারকারা উঠে এসেছেন বেনফিকার অ্যাকাডেমি থেকে। সেখান থেকে উঠে আসা ব়্যামোসই এখন বিশ্বকাপে চমক দেখাচ্ছেন।

Next Article