ISL, Kolkata Derby: বিশ্বকাপ খেলেছি, তবে… ডার্বির অনভূতি বোঝালেন ম্যাকলারেন

Oct 20, 2024 | 11:47 PM

Mohun Bagan vs East Bengal: আত্মবিশ্বাসের তুঙ্গে ম্যাকলারেন। মোহনবাগান টিম ম্যানেজমেন্টও উচ্ছ্বসিত। টানা দুই ম্যাচ জিতে ইন্ডিয়ান সুপার লিগে ফের ছন্দে গত মরসুমের লিগ শিল্ড জয়ীরা। ডার্বি জয়ের অন্যতম নায়ক ম্যাকলারেন বলছেন, বড় ম্যাচে কোনও কৌশলই কাজে দেয় না!

ISL, Kolkata Derby: বিশ্বকাপ খেলেছি, তবে... ডার্বির অনভূতি বোঝালেন ম্যাকলারেন
Image Credit source: Indian Super League

Follow Us

ইন্ডিয়ান সুপার লিগে এখনও অবধি দুটো ম্যাচ খেলেছেন। দুটো ম্যাচেই গোল। অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেমি ম্যাকলারেনকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন মোহনবাগান সমর্থকরা। বড় ম্যাচ সব সময়ই নায়কের জন্ম দেয়। প্রথম বার কলকাতা ডার্বিতে নেমেছিলেন ম্যাকলারেন। আর প্রথম বড় ম্যাচেই গোল। আত্মবিশ্বাসের তুঙ্গে ম্যাকলারেন। মোহনবাগান টিম ম্যানেজমেন্টও উচ্ছ্বসিত। টানা দুই ম্যাচ জিতে ইন্ডিয়ান সুপার লিগে ফের ছন্দে গত মরসুমের লিগ শিল্ড জয়ীরা। ডার্বি জয়ের অন্যতম নায়ক ম্যাকলারেন বলছেন, বড় ম্যাচে কোনও কৌশলই কাজে দেয় না!

ডুরান্ড ডার্বি বাতিল হয়েছিল। স্বাভাবিক ভাবেই আইএসএলে মরসুমের প্রথম ডার্বি ঘিরে উন্মাদনাও ছিল তুঙ্গে। টানা হারে ক্লান্ত ইস্টবেঙ্গল আন্ডারডগ হিসেবেই নেমেছিল। তবে বড় ম্যাচে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য ছিল। বড় ম্যাচে কাগজ, কলম, পরিসংখ্যান কোনওটাই কাজে দেয় না। এই ম্যাচ পুরোপুরি আলাদা। অনেক সময় আন্ডারডগরাই বিধ্বংসী হয়ে ওঠে। তবে আইএসএলের মঞ্চে মোহনবাগানের বিরুদ্ধে ইস্টবেঙ্গল এখনও সেটা করে উঠতে পারেনি। এখনও অবধি একবার মাত্র ড্র। বাকি সব ডার্বিই জিতেছে মোহনবাগান।

এই খবরটিও পড়ুন

বড় ম্যাচের অন্যতম নায়ক অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেন বলছেন, ‘বিশ্বকাপে খেলেছি। এ ছাড়াও অনেক বড় ম্যাচেই খেলেছি। কিন্তু এই কলকাতা ডার্বি অসাধারণ। এই ম্যাচে গোল করে সবার সঙ্গে সেলিব্রেশন দুর্দান্ত অভিজ্ঞতা। সত্যি বলতে আরও সেলিব্রেট করতে চেয়েছিলাম। ইচ্ছে করছিল ফেন্সিং টপকে সমর্থকদের মাঝে চলে যাই। তবে এখনও আরও ম্যাচ বাকি আছে। এমন সুযোগ আরও পাব।’

Next Article