East Bengal vs Mohun Bagan: ডার্বির কয়েক ঘণ্টা আগে টিকিট ইস্যুতে সরগরম ময়দান, টিকিট ফেরাল মোহনবাগান-আইএফএ

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Feb 23, 2023 | 10:19 PM

Kolkata Derby: মোহনবাগান ক্লাবের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, পর্যাপ্ত ভিভিআইপি এবং ভিআইপি টিকিট না পাওয়ায় ডার্বির সমস্ত ভিভিআইপি এবং ভিআইপি টিকিট ফেরত দিচ্ছে ক্লাব।

East Bengal vs Mohun Bagan: ডার্বির কয়েক ঘণ্টা আগে টিকিট ইস্যুতে সরগরম ময়দান, টিকিট ফেরাল মোহনবাগান-আইএফএ
Image Credit source: OWN Photograph

Follow Us

কলকাতা: শনিবার ডার্বি। তার কয়েক ঘণ্টা আগে টিকিট ইস্যুতে সরগরম ময়দান। এমনিতেই টিকিট ইস্যুতে দু’ভাগ ইস্টবেঙ্গল আর ইনভেস্টর। এবারের বড় ম্যাচের দায়িত্বে ইস্টবেঙ্গল। তবে ম্যাচ আয়োজন থেকে শুরু করে টিকিট সমস্ত বিষয়টি দেখছে লগ্নিকারী সংস্থা‌। ক্লাবকে ভিভিআইপি এবং ভিআইপি টিকিট দিলেও তা ইনভেস্টরকে ফিরিয়ে দেয় ক্লাব। ডার্বির টিকিট বয়কট করে ইস্টবেঙ্গল ক্লাব। তাদের দাবি, ইনভেস্টরের কাছে পর্যাপ্ত টিকিট পায়নি ক্লাব। যে পরিমাণ ভিভিআইপি বা ভিআইপি টিকিট দেওয়ার কথা, তার অর্ধেক টিকিট দেওয়ায় ইনভেস্টরকে তা ফিরিয়ে দেয় ক্লাব। সেই নিয়ে বৃহস্পতিবার রাত পর্যন্তও দুই তরফের সমঝোতা চলছে। এ সবের মাঝেই টিকিট ইস্যুতে সুর চড়াল মোহনবাগান আর আইএফএ।

মোহনবাগান ক্লাবের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, পর্যাপ্ত ভিভিআইপি এবং ভিআইপি টিকিট না পাওয়ায় ডার্বির সমস্ত ভিভিআইপি এবং ভিআইপি টিকিট ফেরত দিচ্ছে ক্লাব। ক্লাবের সদস্যদের শুধুমাত্র সাধারণ টিকিটই দেওয়া হবে। শুক্রবার দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সদস্যদের জন্য ক্লাব থেকে টিকিট বিতরণ করা হবে। প্রত্যেক সদস্যকে একটি করে টিকিট দেওয়া হবে।

এ দিকে ইস্টবেঙ্গলকে ডার্বির টিকিট ফিরিয়ে দিল আইএফএ। বড় ম্যাচের জন্য আইএফএ-কে ৫০০ টিকিট দেয় ইস্টবেঙ্গল। রাজ্য ফুটবল সংস্থা বিবৃতিতে জানায়, ‘তাদের অধীনস্থ ৩০০টিরও বেশি ক্লাব ও জেলা রয়েছে। এত অল্প সংখ্যক টিকিট দেওয়ায় গভর্নিং বডির সদস্য ও ক্লাবগুলোকে পর্যাপ্ত টিকিট দেওয়া সম্ভব নয়। তাই সেই টিকিট ম্যাচ আয়োজকদের ফিরিয়ে দিল আইএফএ।’

রাজ্য ফুটবল সংস্থার দাবি মেনে নিলেও, মোহনবাগানের অভিযোগ মানতে নারাজ ইস্টবেঙ্গল। লগ্নিকারী সংস্থা‌র এক কর্তার দাবি, ‘এটিকে মোহনবাগানকে পর্যাপ্ত টিকিট দেওয়া হয়েছে। ওরা যে পরিমাণ টিকিট দিয়েছিল, সেই সমপরিমাণ টিকিটই দেওয়া হয়েছে। সেটা সাধারণ টিকিট হোক কিংবা ভিভিআইপি, ভিআইপি।’ প্রশ্ন উঠছে, তাহলে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টের কাছ থেকে পর্যাপ্ত টিকিট ক্লাব পেয়েছে তো? কারণ ভিভিআইপি বা ভিআইপি টিকিট ফেরত দেওয়ার বিবৃতিতে কাকে টিকিট ফেরত দিচ্ছে ক্লাব তা উল্লেখ নেই।