Kylian Mbappe: পিএসজির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এমবাপের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 09, 2023 | 12:30 AM

Kylian Mbappe on PSG: পিএসজি ছেড়ে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে সই করেছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। কিলিয়ান এমবাপেও চেয়েছিলেন পিএসজি ছাড়তে। তাঁর সঙ্গে যদিও চুক্তি রয়েছে।

Kylian Mbappe: পিএসজির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এমবাপের
Image Credit source: twitter

Follow Us

প্যারিস: ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফুটবলার এ বার গুরুতর অভিযোগ আনলেন তাঁর ক্লাব পিএসজির বিরুদ্ধে। এই ক্লাব প্লেয়ারদের মধ্যে বিভাজন তৈরি করে, এমনটাই দাবি এমবাপের। তাঁর সঙ্গে পিএসজির বেশ কিছুদিন ধরেই সমস্যা চলছিল। লিওনেল মেসির চুক্তি বাড়ানো হয়নি। মেসিও চাননি চুক্তি নবীকরণ করতে। এমবাপের সঙ্গেও চুক্তি সমস্যা চলছে। এরই মাঝে এমবাপের মন্তব্য ফরাসি ফুটবলে সাড়া ফেলে দিয়েছে। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

পিএসজি ছেড়ে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে সই করেছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। কিলিয়ান এমবাপেও চেয়েছিলেন পিএসজি ছাড়তে। তাঁর সঙ্গে যদিও চুক্তি রয়েছে। গত পাঁচ বছর ধরেই ফরাসি লিগের সর্বাধিক গোল স্কোরার এমবাপে। রিয়াল মাদ্রিদের সঙ্গে কথা চলছিল তাঁর। যদিও পিএসজির সভাপতি পরিষ্কার জানিয়েছিলেন, ট্রান্সফার ফি ছাড়া ক্লাব ছাড়তে দেওয়া হবে না এমবাপেকে। প্রকাশ্যে এমন কথা বললাম ক্ষুব্ধ এমবাপে। ফরাসি ম্যাগাজিনে একটি সাক্ষাৎকারে এমবাপে বলেছেন, ‘পিএসজি-তে খেলে কোনও লাভ হয় না। এই টিমে একতা নেই। এই ক্লাব প্লেয়ারদের মধ্যে বিভাজন তৈরি করে।’

এই মন্তব্যের নেপথ্য কারণ কী, তা অবশ্য খোলসা করেননি এমবাপে। পিএসজি তারকা এর আগেও হতাশা প্রকাশ করেছিলেন। চ্যাম্পিয়ন্স লিগে ক্লাবের পারফরম্যান্সে খুশি ছিলেন না এমবাপে। অথচ দলে তারকার অভাব ছিল না। এখনও অবধি চ্যাম্পিয়ন্স লিগ জেতেনি পিএসজি। লিও মেসিকে সই করানোর পর থেকে এই ট্রফি জয়েই নজর ছিল। কিন্তু কোনও পার্থক্য তৈরি হয়নি। শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি এমবাপে। দ্বিতীয় লেগেও দলের পারফরম্যান্সে হতাশ তিনি। এমবাপে আরও বলেন, ‘আমাদের যতটুকু সামর্থ ছিল, করেছি। যারা টিম গড়েছে, যারা ক্লাব চালায়, বাকি প্রশ্ন তাদের করুন।’

Next Article