
ম্যাচের ৪৮ মিনিটে মার্টিন ব্রেথওয়েটের পাস থেকে গোল করে বার্সাকে এগিয়ে দেন লিওনেল মেসি।

৬৮ মিনিটে বার্সার হয়ে ব্যবধান বাড়ান মেসি।

ম্যাচের ৭৩ মিনিটে বার্সার হয়ে জয়সূচক গোল জর্ডি আলবার।

লা লিগার এই মরসুমে এলএম টেন মোট ১৮ গোল করেছেন।

ক্যাম্প ন্যুতে এ দিন জয়ের পর তিন পয়েন্ট পেয়ে শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের থেকে ৫ পয়েন্ট পিছিয়ে রইল। (সৌজন্যে-বার্সেলোনা টুইটার)