মেসির জোড়া গোলে বার্সার জয়
লা লিগায় (La Liga) বুধবার এলচেকে (Elche) ৩-০ হারাল বার্সেলোনা (Barcelona)। শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাল রোনাল্ড কোমানের দল। ২৪ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তিন নম্বরে বার্সেলোনা।