লা লিগায় (La Liga) আলাভেসকে (Alaves) ঘরের মাঠে ৪-১ গোলে হারাল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। করোনা আক্রান্ত হওয়ায় এই ম্যাচে বেঞ্চে ছিলেন না কোচ জিনেদিন জিদান। আলাভেস ম্যাচের আগে টানা তিন ম্যাচে জয় অধরা ছিল রিয়ালের। তাই শনিবার রাতের জয় জিদানের দলকে কিছুটা হলেও স্বস্তি দিল। পাশাপাশি ইডেন হ্যাজার্ডের ফর্ম ফিরে পাওয়াও স্বস্তি দিচ্ছে রিয়াল শিবিরকে।