
দোহা: কাতারে বিশ্বকাপ যুদ্ধ শুরু হয়ে যাবে আর মাত্র কয়েক দিন পর। ফুটবলের সবথেকে বড় প্রতিযোগিতা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে উন্মাদনা। অন্যান্য প্রতিযোগিতার মতোই কাতার বিশ্বকাপের জন্যও তৈরি হয়েছে ম্য়াসকট। ২০২২ সালের ১ এপ্রিল আত্মপ্রকাশ করেছে সেই ম্যাসকট। কাতার বিশ্বকাপের ওই ম্যাসকটের নাম লাইব।
লাইব ফুটবল খেলা এক চরিত্র। তাঁর পোশাক সাদা। মুখে হাসি। কাতারের সংস্কৃতি এবং রীতিনীতির সঙ্গে মানান সই করে তৈরি করা হয়েছে লাইবকে। লাইব কথা অর্থ দক্ষ খেলোয়াড়। ছবিতে দেখা যাচ্ছে লাইব একটি বল নিয়ে খেলছে। কিন্তু সেই বল কাতার বিশ্বকাপের জন্য তৈরি ফিফার অফিসিয়াল বল ‘আল রিহলা’ নয়।
এপ্রিলে লাইবের আত্মপ্রকাশের সময় ফিফা বলেছিল, “ম্যাসকটের মেটাভার্স থেকে এসেছে লাইব। সেই প্যারালাল ইউনিভার্স সম্পর্কে শব্দ দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। যে যেমন ভাবে চাইবে তাঁকে কল্পনা করতে পারবে। নিজের উপর বিশ্বাস তৈরিতে উৎসাহিত করে লাইব।”
ম্যাসকটের পাশাপাশি কাতার বিশ্বকাপের জন্য অফিসিয়াল গানও রিলিজ করেছে ফিফা। এপ্রিল মাসেই প্রকাশিত হয়েছে সেই গান। ফিফার অফিসিয়াল সেই গানে নাম ‘হায়া হায়া’। যার অর্থ একসঙ্গে আরও ভালভাবে। সেই গান গেয়েছেন কার্ডোনা, ডাভিডো এবং আলিশা। কাতার বিশ্বকাপের অফিসিয়াল গানের ভিডিয়োয় দেখা গিয়েছে জিনেদিন জিদান, কাফু, এডিনসন কাভানি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং অন্যান্য ফুটবল তারকাদের। ওই গানের ব্যাপারে ফিফার প্রধান কমার্সিয়াল অফিসার কেই মাদাতি বলেছেন, “আমেরিকা, আফ্রিকা এবং মধ্য প্রাচ্যের সঙ্গীতশিল্পীদের একত্রে এনেছে এই গান। তা বোঝাচ্ছে ফুটবল এবং সঙ্গীত কী ভাবে বিশ্বকে একত্রিত করে।”