Euro Cup 2024: মাঠে ফুল ফোটাচ্ছেন, হোটেলে ফিরেই টিচারদের ভয়! ফাঁকি দিতে নারাজ স্প্যানিশ তরুণ লামিনে ইয়ামাল

Lamine Yamal: স্পেন বরাবর তরুণ ফুটবলারদের সুযোগ দেয়। এ বারও দিয়েছে। ইউরো কাপের ইতিহাসে সবচেয়ে কম বয়সে খেলার নজির গড়েছেন স্পেনের তরুণ লামিনে ইয়ামাল। তিনি ১৬ বছর ৩৩৮ দিনে ইউরো খেলার নজির গড়েছেন। স্পেনের লামিনের রেকর্ডের দিনে ক্রোয়েশিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়েছে স্পেন।

Euro Cup 2024: মাঠে ফুল ফোটাচ্ছেন, হোটেলে ফিরেই টিচারদের ভয়! ফাঁকি দিতে নারাজ স্প্যানিশ তরুণ লামিনে ইয়ামাল
Euro Cup 2024: মাঠে ফুল ফোটাচ্ছেন, হোটেলে ফিরেই টিচারদের ভয়! ফাঁকি দিতে নারাজ স্প্যানিশ তরুণ লামিনে ইয়ামালImage Credit source: X

Jun 20, 2024 | 7:30 PM

কলকাতা: কয়েকদিন আগে ইউরো কাপে ইতিহাস গড়েছেন স্প্যানিশ তরুণ তুর্কি লামিনে ইয়ামাল (Lamine Yamal)। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে কম বয়সে খেলার নজির গড়েছেন তিনি। ক্রোটদের বিরুদ্ধে গোল পাননি ঠিকই, কিন্তু সকলের নজর কেড়েছেন বছর ১৬র লামিনে ইয়ামাল। ইউরো কাপে (Euro Cup 2024) খেলতে গিয়েছেন বলে লামিনে ইয়ামাল কিন্তু পড়াশুনা শিকেয় তুলে দেওয়ার ভাবনা মনেও আনছেন না। খেলার পাশাপাশি পড়াশুনাকেও সমান গুরুত্ব দিচ্ছেন তিনি। এ বার স্পেনের সোশ্যাল মিডিয়া সাইটে তাঁর এক হোমওয়ার্ক করার ভিডিয়ো শেয়ার করা হয়েছে।

ইউরো কাপে ব্যস্ত থাকার দরুণ তাঁর কাছে প্রথমে প্রাধান্য পায় স্পেনের হয়ে ভালো খেলা। তারপর পড়াশুনা করা। মাঠে কাউকে ভয় পান না লামিনে ইয়ামাল। কিন্তু হোটেলে ফিরেই টিচারদের ভয় পান তিনি! স্পেন শিবিরে থাকাকালীন টিম হোটেলে ফিরে লামিনে ইয়ামাল বসে পড়েন হোমওয়ার্ক নিয়ে। স্পেনের শেয়ার করা ভিডিয়োতে তিনি বলেন, ‘আমার চতুর্থ বর্ষ চলছে। তাই আমি হোমওয়ার্ক এখানে নিয়ে এসেছি। আমার অনলাইন ক্লাস রয়েছে। সেগুলো ভালোই চলছে। আমি আশা করি টিচাররা আমার উপর রাগ করবেন না।’ ওই ভিডিয়ো বেশ ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। অনেকেই তাঁর এই ভাবনাকে সম্মান জানিয়েছেন।


বয়সের তুলনায় লামিনে ইয়ামাল একটু বেশিই পরিণত। ২০২৩ সালের এপ্রিলে লামিনে ইয়ামালের বার্সালোনায় অভিষেক হয় ১৫ বছর ২৯০ দিন বয়সে। সেই সময় অনেকেই লিওনেল মেসির সঙ্গে লামিনে ইয়ামালের তুলনা করেছিলেন। তিনি অবশ্য লামিনে ইয়ামালের থেকে আরও কম বয়সে বার্সায় এসেছিলেন। মাত্র ১৩ বছর বয়সে লিও মেসি বার্সার সই করেছিলেন। বার্সায় লামিনে ইয়ামাল ২৭ নম্বর জার্সি পরে খেলেন। এখনও অবধি লিওনেল মেসির প্রাক্তন ক্লাবের হয়ে লামিনে খেলেছেন ৩৮টি ম্যাচে এবং করেছেন ৫টি গোল।