Copa America 2024: মেসিহীন আর্জেন্টিনাকে জেতালেন মার্টিনেজ, কোপার নক আউটে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা

Argentina vs Peru: প্রথমে কানাডা, তারপর চিলি এ বার পেরুর বিরুদ্ধে জিতে গ্রুপ পর্ব শেষ করল মেসি ব্রিগেড। অবশ্য গ্রুপ পর্বে প্রথম ২ ম্যাচ খেললেও পেরুর বিরুদ্ধে লিওনেল মেসি খেলেননি।

Copa America 2024: মেসিহীন আর্জেন্টিনাকে জেতালেন মার্টিনেজ, কোপার নক আউটে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা
Copa America 2024: মেসিহীন আর্জেন্টিনাকে জেতালেন মার্টিনেজ, কোপার নক আউটে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা
Follow Us:
| Updated on: Jun 30, 2024 | 11:32 AM

কলকাতা: কোপা আমেরিকায় (Copa America 2024) ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ফুল ফোটাচ্ছে। টুর্নামেন্টে জয়ের হ্যাটট্রিক করল আর্জেন্টিনা। প্রথমে কানাডা, তারপর চিলি এ বার পেরুর বিরুদ্ধে জিতে গ্রুপ পর্ব শেষ করল মেসি ব্রিগেড। অবশ্য গ্রুপ পর্বে প্রথম ২ ম্যাচ খেললেও পেরুর বিরুদ্ধে লিওনেল মেসি খেলেননি। মেসিহীন আর্জেন্টিনাকে জোড়া গোল করে জেতালেন লাওতারো মার্টিনেজ (Lautaro Martinez)

কেন মেসি পেরুর বিরুদ্ধে খেললেন না? চোটের কারণে পেরু ম্যাচ খেলা হয়নি এলএম টেনের। অবশ্য কোপায় পেরু ম্যাচে মেসি ছিলেন ডাগআউটে। কিন্তু তাঁদের কোচ লিওনেল স্কালোনি তো ডাগআউটেও উপস্থিত ছিলেন না। এক ম্যাচ নিষিদ্ধ থাকার শাস্তি পেয়েছেন মেসিদের হেডস্যার। অধিনায়ক-কোচকে ছাড়াই পেরুর বিরুদ্ধে সহজ জয় আর্জেন্টিনার। লা আলবিসেলেস্তেদের হয়ে গোলের পর মার্টিনেজকে দেখা যায় ডাগআউটে থাকা মেসিকে গিয়ে জড়িয়ে ধরেন।

এই জয়ের ফলে গ্রুপ পর্বে অপরাজিত এবং শীর্ষে থেকে কোপা আমেরিকার নক আউটে পৌঁছে গেল আর্জেন্টিনা। ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে আর্জেন্টিনা-পেরু ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। কানাডা, চিলির পর পেরু ম্যাচেও গোল করেছেন লাওতারো মার্টিনেজ। পেরুর বিরুদ্ধে তাঁর জোড়া গোল এসেছে দ্বিতীয়ার্ধে। ৪৭ মিনিটে অ্যাঙ্খেল ডি মারিয়ার পাস থেকে পেরুর জাল কাঁপান মার্টিনেজ। এরপর ৮৬ মিনিটে ফের্নান্ডেজের পাস থেকে তাঁর দ্বিতীয় গোল। ৫ জুলাই এ বার কোপার কোয়ার্টার ফাইনালে খেলতে নামবে আর্জেন্টিনা।