AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পরীক্ষা না দিয়েই UPSC পাশ করেছেন ওম বিড়লার কন্যা? আসল সত্যটা কী?

UPSC: ফেসবুক, এক্স, থ্রেড মাধ্যমে ওম বিড়লার সঙ্গে অঞ্জলি বিড়লার ছবি পোস্ট করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, "ভারতই একমাত্র দেশ, যেখানে পরীক্ষায় না বসেই ইউপিএসসি-তে পাশ করা যায়। এর জন্য শুধু লোকসভার স্পিকারের কন্যা হয়ে জন্মাতে হবে।"

পরীক্ষা না দিয়েই UPSC পাশ করেছেন ওম বিড়লার কন্যা? আসল সত্যটা কী?
ওম বিড়লার কন্যা অঞ্জলি বিড়লা।Image Credit: Twitter
| Updated on: Jul 02, 2024 | 9:50 AM
Share

নয়া দিল্লি: লোকসভায় দ্বিতীয়বার স্পিকার হিসাবে নির্বাচিত হয়েছেন ওম বিড়লা (Om Birla)। আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি পোস্ট। তবে তা ওম বিড়লাকে নিয়ে নয়, তাঁর কন্যাকে নিয়ে। দাবি করা হচ্ছে, ওম বিড়লার কন্যা অঞ্জলি বিড়লা (Anjali Birla) পরীক্ষায় না বসেই ইউপিএসসি-তে উত্তীর্ণ হয়েছেন এবং সরকারি চাকরি করছেন!

গত জুন মাস থেকেই সোশ্যাল মিডিয়ায় ওম বিড়লার মেয়ে অঞ্জলি বিড়লার যোগ্যতা নিয়ে চর্চা শুরু হয়েছে। ফেসবুক, এক্স, থ্রেড মাধ্যমে ওম বিড়লার সঙ্গে অঞ্জলি বিড়লার ছবি পোস্ট করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, “ভারতই একমাত্র দেশ, যেখানে পরীক্ষায় না বসেই ইউপিএসসি-তে পাশ করা যায়। এর জন্য শুধু লোকসভার স্পিকারের কন্যা হয়ে জন্মাতে হবে। ওম বিড়লার কন্যা অঞ্জলি বিড়লা পরীক্ষা না দিয়েই ইউপিএসসি পাশ করেছেন। উনি পেশায় মডেল। মোদী সরকার দেশের শিক্ষা ব্যবস্থার মজা ওড়াচ্ছে।”

সত্যিটা কী? 

যদিও তথ্য বলছে, এই দাবি সম্পূর্ণ মিথ্যা। ২০১৯ সালে ইউপিএসসি পরীক্ষায় বসেছিলেন অঞ্জলি বিড়লা, এবং প্রথম চেষ্টাতেই সেই পরীক্ষায় উত্তীর্ণ হন। ২০২০ সালের ৪ অগস্ট পরীক্ষার ফল প্রকাশ হয়। কনসলিডেটেড রিজার্ভ লিস্টে ৮৯ জনের মধ্যে অঞ্জলি বিড়লার নামও ছিল। বর্তমানে রেল মন্ত্রকে কাজ করেন অঞ্জলি বিড়লা।

ইউপিএসসির র‌্যাঙ্ক।