এফএ (FA Cup) কাপের ফাইনালে শনিবার থমাস তুচেলের চেলসি (Chelsea) ও ব্রেন্ডন রজার্সের লেস্টার সিটি (Leicester City) মুখোমুখি হয়েছিল। চেলসিকে ১-০ হারিয়ে প্রথমবার ট্রফি ঘরে তুলেছে দি ফক্সেস। লেস্টারের এফ এ কাপের ফাইনালের রেকর্ডের দিকে নজর দিলে দেখা যায়, তা মোটেই তাদের পক্ষে ছিল না। তবে এ বারের ফাইনালটা ছিল অন্যরকম। আটবারের চ্যাম্পিয়ন চেলসিকে হারিয়ে শেষ হাসি হাসল লেস্টার। এফএ কাপে হারলেও তুচেলের দলের সামনে রয়েছে অন্য লক্ষ্য। ২৯ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চেলসি মুখোমুখি হবে ম্যাঞ্চেস্টার সিটির।