Ronaldinho: মেসি-রোনাল্ডোর ভবিষ্যৎ নিয়ে শহরে এসে কী বললেন রোনাল্ডিনহো?

Ronaldinho On Messi-Ronaldo: শহরে এসে ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী 'ইমামি'-এর একটি অনুষ্ঠানে হাজির হন ব্রাজিলিয়ান তারকা। সেখানে ইস্টবেঙ্গেলর কোচ কার্লোস কুয়াদ্রাতের সঙ্গে দেখা যায় তাঁকে। মেসি-রোনাল্ডোর বিশ্বকাপ ভাগ্য নিয়ে কথায়-কথায় তাঁর মুখ থেকে ফুটে ওঠে বেশ কিছু কথা।

Ronaldinho: মেসি-রোনাল্ডোর ভবিষ্যৎ নিয়ে শহরে এসে কী বললেন রোনাল্ডিনহো?
রোনাল্ডিনহো ও কার্লোস কুয়াদ্রাতImage Credit source: ইস্টবেঙ্গল ক্লাব

| Edited By: অভিষেক সেনগুপ্ত

Oct 17, 2023 | 9:30 AM

কলকাতা: উৎসবে মাতোয়ারা বাংলা। এ বারের পুজোয় শহরবাসীর জন্য় বাড়তি পাওনা ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডিনহোর উপস্থিতি। কলকাতায় পা রেখেছেন তিনি। সুজিত বসুর পুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব ও আরিহিটোরলা যুবকবৃন্দের পুজো ঘুরে দেখেন । তাঁকে দেখতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষজন। তারপর যান ইস্টবেঙ্গেল ক্লাবের বিনিয়োগকারী সংস্থা ‘ইমামি’-এর একটি অনুষ্ঠানে । সেখানে গিয়েই লিওনেল মেসি ও ক্রিশ্চিয়োনা রোনাল্ডোকে নিয়ে একাধিক বক্তব্য় রেখেছেন ব্রাজিলের বিশ্বজয়ী দলের সদস্য় রোনাল্ডিনহো। কী বলছেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

শহরে এসে ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী ‘ইমামি’-এর একটি অনুষ্ঠানে হাজির হন ব্রাজিলিয়ান তারকা। সেখানে ইস্টবেঙ্গেলর কোচ কার্লেস কুয়াদ্রাতের সঙ্গে দেখা যায় তাঁকে। মেসি-রোনাল্ডোর বিশ্বকাপ ভাগ্য নিয়ে কথায়-কথায় তাঁর মুখ থেকে ফুটে ওঠে বেশ কিছু কথা। শেষ বিশ্বকাপে পর্তুগাল সুপারস্টার রোনাল্ডো সেভাবে খেলতে পারেননি। প্রথম একাদশেও রাখা হয়নি তাঁকে। রিসার্ভ বেঞ্চে পর্যন্ত বসানো হয়। পর্তুগাল দলটাও সেভাবে জ্বলে উঠতে পারেনি। পূর্ণ হয়নি রোনাল্ডোর বিশ্বজয়ের স্বপ্ন। তবে পর্তুগাল দলে নতুন কোচ আসার পর দলে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন রোনাল্ডো। এই বয়সেও দুর্দান্ত পারফরম্যান্স দিচ্ছেন। এই আবহে রোনাল্ডিনহোর বক্তব্য, ভবিষৎেও নিজেকে ধরে রাখতে পারলে এমনই খেলে যাবেন সিআর সেভেন।

 

মেসি না রোনাল্ডো? এই নিয়ে বিবাদ আজীবন ধরে চলে আসছে। এই বিষয়ে যদিও ব্রাজিলিয়ান সুপারস্টার কোনও তুলনায় জাননি। তবে তাঁর মতে, মেসি ও রোনাল্ডো দুজনেই যদি এমন শৃঙ্খলাপরায়ণ ভাবে খেলতে পারেন তবে আগামী বিশ্বকাপ অর্থাৎ ২০২৬-এও নিজেদের ছাপ ফেলবেন তাঁরা। রোনাল্ডিনহোর সংযোজন, “রোনাল্ডো ও মেসির দক্ষতা নিয়ে কোনও কথা হবে না। যদি নিজেদের এভাবেই ধরে রাখতে পারেন, তবে পরবর্তী বিশ্বকাপেও ফুটবলের ইতিহাসে রঙিন হয়ে থাকবেন তাঁরা।”