Lionel Messi: মায়ামিতে লিওনেল মেসির মার্ভেল প্রেম!

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 14, 2023 | 8:45 AM

Inter Miami: ইন্টার মায়ামির জার্সিতে এখনও অবধি ৫টি ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। তাতে তিনি করেছেন ৮টি গোল।

Lionel Messi: মায়ামিতে লিওনেল মেসির মার্ভেল প্রেম!
Lionel Messi: মায়ামিতে লিওনেল মেসির মার্ভেল প্রেম!
Image Credit source: Twitter

Follow Us

মায়ামি: লিওনেল মেসি (Lionel Messi) মার্ভেল (Marvel) প্রেমে মজেছেন! আসলে মায়ামিতে লিও মেসি কোনও ম্যাচে গোল করার পর সেলিব্রেশনের জন্য বেছে নিচ্ছেন এক একটি মার্ভেল চরিত্রকে। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের চরিত্ররা অনেক সিনেমা প্রেমী মানুষের মনে আলাদা জায়গা করে নিয়েছে। মার্ভেলের অন্যতম জনপ্রিয় চরিত্র ‘থর’। এই সিনেমার মুখ্য চরিত্রে রয়েছেন ক্রিস হেমসওয়ার্থ। মেসিকে ইন্টার মায়ামির (Inter Miami) জার্সিতে যখন প্রথম বার থরের মতো সেলিব্রেশন করতে দেখা যায়, তখন মেসির স্ত্রী আন্তনেলা রোকুজ্জো তাঁর ওইভাবে গোল উদযাপনের ব্যাখ্যা দিয়েছিলেন। এ বার মেসি আরও এক মার্ভেল চরিত্রকে বেছে নিয়েছেন তাঁর গোল উদযাপনের জন্য। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

লিওনেল মেসি কখনও ‘থর’, কখনও ‘ব্ল্যাক প্যান্থার’, কখনও আবার ‘স্পাইডারম্যান’…

শুরুটা হয়েছিল ‘থর’কে দিয়ে। এখন তা এসে দাঁড়িয়েছে ‘স্পাইডারম্যান’এ। আটলান্টা ইউনাইটেডের বিরুদ্ধে মায়ামির ৪-০ জয়ের দিন মেসিকে দেখা যায় থরের মতো হাত বাড়িয়ে হাতুড়ি ধরার মতো করে উদযাপন করতে।

থর-এর মতো লিওনেল মেসির সেলিব্রেশন।

কয়েকদিন আগে মায়ামির হয়ে অরল্যান্ডো সিটির বিরুদ্ধে গোল করে মার্ভেলের ব্ল্যাক প্যান্থারের মতো দু’হাত বুকের সামনে এনে ‘ওয়াকান্ডা ফরএভার’ সেলিব্রেশন করেছিলেন।

এ বার সম্প্রতি লিগস কাপে মায়ামি যে ম্যাচে শার্লটকে হারাল, সেখানেও দেখা গিয়েছে মেসির মার্ভেল প্রেমের ঝলক। শার্লটের বিরুদ্ধে গোল করার পর মেসিকে দেখা যায় মার্ভেলের অন্যতম জনপ্রিয় চরিত্র স্পাইডারম্যানের মতো সেলিব্রেশন করতে। স্পাইডি যে ভাবে তাঁর জাল ছড়ায়, ঠিক একই রকম কায়দা করতে দেখা যায় মেসিকে।

আর্জেন্টাইন সুপারস্টার যে কারণেই মার্ভেল চরিত্রদের বেছে নিয়ে সেলিব্রেশন করুন না কেন, তাঁর ভক্তরা এই বিষয়টা বেশ উপভোগ করছেন।