
বার্সেলোনা (Barcelona) ওসাসুনা ম্যাচে মারাদোনাকে (Diego Maradona) অভিবন কায়দায় শ্রদ্ধা জ্ঞাপন করেন মেসি (Lionel Messi)।

গোল করে বার্সেলোনার জার্সি খুলে ফেলেন লিও। ওল্ড বয়েজের জার্সিতে মেসির ট্রিবিউট নিজের আইডলকে।

ফিফার নিয়মে জার্সি খোলায়, ম্যাচেই রেফারি হলুদ কার্ড দেখান মেসিকে। যদিও রেফারি নিজেই জানিয়েছেন সেই হলুদ কার্ড দেখাতে তাঁর হাত কাঁপছিল।

এবার নিয়ম মাফিক মেসিকে ৬০০ ইউরো জরিমানা করল স্পেনের ফুটবল ফেডারেশন।

যদিও এই শাস্তি নিয়ে ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা। তাঁদের মতে মেসিকে হলুদ কার্ড দেওয়া পর্যন্ত বিষয়টা সীমাবদ্ধ থাকলেও ভালও হত।