মারাদোনাকে সম্মান জানিয়ে জরিমানা মেসির
মারাদোনাকে (Diego Maradona) সম্মান জানিয়ে জরিমানা লিও মেসির (Lionel Messi) । বার্সেলোনা (Barcelona) ওসাসুনা ম্যাচে ফুটবল রাজপুত্রকে সম্মান জানাতে, বার্সেলোনার জার্সি খুলে নিউ ওয়েলস ওল্ড বয়েজের ১০ নম্বর জার্সিতে শুন্যে হাত ছুঁড়ে দেন। তারই খেসারত এবার দিতে হচ্ছে ফুটবল যুবরাজকে। জার্সি খোলায় ৬০০ ইউরো জরিমানা করা হয়েছে মেসিকে।