বার্সেলোনা: মেসিকে (Lionel Messi) ছাড়াই বুধবার স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে খেলেছিল বার্সেলোনা (Barcelona)। এবার স্প্যানিশ সুপার কাপের ফাইনালেও (Spanish Super Cup Final) কি মেসিকে ছাড়াই খেলবে বার্সা? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।
রবিবার সুপার কাপের সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে খেলবে বার্সেলোনা। সেই ম্যাচে মেসি খেলবেন কি না তা নিয়ে নিশ্চিত নন খোদ বার্সা কোচ । বার্সা কোচ রোনাল্ড কোমান বলেছেন, “মেসি নিজেই জানাবে ও রবিবার খেলবে কি না। নিজের শারীরিক অবস্থা বুঝেই ও সিদ্ধান্ত নেবে।”
Lionel Messi completed all the exercises in the training session without any problem. Depending on the sensations, it will be decided whether he plays from the start, is benched, or rests.
— @moillorens pic.twitter.com/JOL9dOuPP7
— Barça Universal (@BarcaUniversal) January 16, 2021
চোটের কারণে সেমিফাইনালে খেলতে পারেননি লিওনেল মেসি। কিন্তু গ্যালারিতে বসে খেলা দেখেছিলেন। ফাইনালে ওঠার পর সতীর্থদের সঙ্গে সেলিব্রেশনে যোগদানও করেছিলেন। মেসিকে ছাড়াও বার্সেলোনা অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ জিতেছে। কিন্তু তা সত্ত্বেও কোমান বলেছেন, “দলের সেরা ফুটবলার যখন সঙ্গে থাকে, তখন দল আরও বেশি শক্তিশালী হয়। মেসি থাকলে ও দলকেও ভীষণভাবে উদ্বুদ্ধ করে।”
নানান জল্পনার মাঝে মেসি দলের সঙ্গেই অনুশীলন করছেন। বোঝাই যাচ্ছে তিনি মাঠে নামার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এটাই তাঁর ভক্তদের কাছে কিছুটা হলেও স্বস্তি। বার্সেলোনা কোচ অবশ্য আশাবাদী, মেসি সুপার কাপের ফাইনালে খেলবেন। যদিও বার্সা ম্যানেজার বলেছেন, “আমি মনে করি মেসি ১০০% ফিট থাকলেই মাঠে নামবে। কারণ এটাই মরসুমের শেষ ম্যাচ নয়।”
Leo Messi training with the group. pic.twitter.com/MhS6RAwh6T
— Barça Universal (@BarcaUniversal) January 16, 2021
২০১৫ সালে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বিলবাওয়ের কাছে হেরেছিল বার্সেলোনা। নতুন বছরের শুরুটা বেশ ভালও করেছেন মেসি এবং বার্সেলোনা। এ বার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে কি হয় সেটাই দেখার।