রিও দে জেনেইরো: তাঁর বন্ধু যে ফুটবল কেরিয়ারে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছেন, তা খুব ভালো করেই জানতেন। তাই সারা বিশ্ব যখন চমকে গিয়েছিল, তিনি অবাক হননি। বরং বলে দিচ্ছেন, এই সিদ্ধান্ত মার্কিন মুলুকে ফুটবল জোয়ার আনবে। লিওনেল মেসি সম্পর্কে যিনি এতটাই আস্থাশীল, তিনি কে? নেইমার। মেসির বার্সেলোনা, প্যারিস সাঁজার সতীর্থ পরিষ্কার বলে দিচ্ছেন, মেজর লিগ সকারের জনপ্রিয়তা এক লাফে অনেকটাই বেড়ে যাবে। সেই সঙ্গে ইন্টার মায়ামিতে খেলার সময় মায়ামি শহরটাও উপভোগ করতে পারবেন মেসি। মরসুম শেষ করে নেইমার আপাতত ব্রাজিলে। সেখানেই বসে দেওয়া ইন্টারভিউতে বন্ধু মেসির জন্য গর্বিত নেইমার। ব্রাজিলিয়ান ফুটবলার কী বললেন মেসির নতুন ক্লাবে যাওয়া নিয়ে? বিস্তারিত TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
নেইমার বলে দিচ্ছেন, ‘আমি জানতাম, ইন্টার মায়ামিতে সই করতে চলেছে মেসি। ও আমার প্রিয় বন্ধু। ফুটবল আমাকে অনেক কিছু দিয়েছে। ওই কারণেই মেসির মতো প্লেয়ারের সঙ্গে দেখা করার সুযো পেয়েছি, খেলার সুযোগ পেয়েছি। ওর সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠেছে। মেসিকে বলেছি, মায়ামি শহরের জন্য ও খুব খুশি হবে। চমৎকার শহুরে জীবন রয়েছে মায়ামির। ওই শহরে থাকবে, খেলবে, দারুণ ব্যাপার।’
গত শতাব্দীর সাতের দশকে কসমস ক্লাবে সই করেছিলেন পেলে। ফুটবল ঘিরে উন্মাদনার জন্য দিয়েছিল যা। এ বার সেই উন্মাদনাই জোয়ার তুলবে, বিশ্বাস নেইমারের। তাঁর কথায়, ‘আমেরিকার ফুটবল লিগ যে লিও বদলে ফেলবে, তা নিয়ে আমার কোনও সন্দেহ নেই। লিগ আগের থেকে অনেক বেশি জনপ্রিয়তা পাবে। ওকে খেলতে দেখার মতো দারুণ সুযোগ কেউই হাতছাড়া করতে চাইবে না।’
ফুটবলের আইকন মেসি আমেরিকায় পা দেওয়ার পর বাস্কেটবল, বেসবল, রাগবির মতো জনপ্রিয় টুর্নামেন্টগুলোর বিরুদ্ধে খেলবে হবে মেসিকে। কিন্তু বাস্কেটবলের নানা তারকারা কিন্তু মেসির এই আগমনকে স্বাগত জানাচ্ছেন। বাস্কেটবল তারকা জিমি বাটলার, যিনি আবার নেইমারের ঘনিষ্ঠ বন্ধুও, সেই তিনি বলেছেন, মেসির মার্কিন মুলুকে পা দেওয়া কিন্তু অনেকটাই পাল্টে ওই দেশের ফুটবলকে। বাটলারের কথায়, ‘এ বার ইন্টার মায়ামিতে খেলবে মেসি। সারা বিশ্বের ফুটবল ভক্তদের কাছে বিরাট সুযোগ এমএলএসে মেসিকে খেলতে দেখা। ওর আসার জন্য় কিন্তু আমেরিকার ফুটবল উন্মাদনা ও মান দুইই বাড়িয়ে দেবে।