Lionel Messi, Kolkata: ‘দাঙ্গা’! আন্তর্জাতিক স্তরে মুখ পুড়ল কলকাতার, যুবভারতীর ঘটনায় নিন্দায় মুখর মেসির দেশের সংবাদমাধ্যম!

LM10 in Kolkata: ক্লারিন তাদের একটি প্রতিবেদনে 'দাঙ্গা' উল্লেখ করে লিখেছে, "আয়োজকদের বিরুদ্ধে উঠেছে রাজনৈতিক দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ। বিভিন্ন ধরনের বস্তু নিক্ষেপ করায় ও সিকিওরিটি ব্রিচ হওয়ায় মাত্র ২২ মিনিটে অনুষ্ঠান শেষ করেন আর্জান্টাইন মহাতারকা। আর তখনই এই সংকট দেখা দেয়।"

Lionel Messi, Kolkata: দাঙ্গা! আন্তর্জাতিক স্তরে মুখ পুড়ল কলকাতার, যুবভারতীর ঘটনায় নিন্দায় মুখর মেসির দেশের সংবাদমাধ্যম!
‘দাঙ্গা’ লিখল আর্জেন্টিনা!

Dec 15, 2025 | 1:27 PM

আগেই আমেরিকা ও ব্রিটেনের সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল ‘মেসির কলকাতা সফর’। আর তাতেই গোটা বিশ্বের কাছে মাথা কাটা গিয়েছিল সিটি অফ জয়ের। আর এবার মেসির দেশের মানুষের কাছেও মুখ লোকানোর জায়গা রইল না আমাদের। আর্জেন্টিনার প্রথম সারির সংবাদমাধ্যম ‘ক্লারিন’ ও ‘লা নাসিয়ন’-এ প্রকাশিত হয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনের ঘটনার কথা।

ক্লারিন তাদের একটি প্রতিবেদনে ‘দাঙ্গা’ উল্লেখ করে লিখেছে, “আয়োজকদের বিরুদ্ধে উঠেছে রাজনৈতিক দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ। বিভিন্ন ধরনের বস্তু নিক্ষেপ করায় ও সিকিওরিটি ব্রিচ হওয়ায় মাত্র ২২ মিনিটে অনুষ্ঠান শেষ করেন আর্জান্টাইন মহাতারকা। আর তখনই এই সংকট দেখা দেয়।” এ ছাড়াও ক্লারিনের এই রিপোর্টে স্পষ্ট ভাবে লেখা হয়েছে, “রাজনীতিবিদ ও কর্মকর্তাদের মাধ্যমে মেসির চারদিকে একটা দেওয়াল তৈরি হয়েছিল। যার ফলে তাঁকে দেখতে পাননি সমর্থকরা।”

আর্জেন্টিনার আর এক সংবাদমাধ্যম ‘লা নাসিয়ন’ তুলে ধরেছে মাঠের মধ্যে কীভাবে রদ্রিগো ডি’পলের সঙ্গে অসভ্যতা করা হয়। তারা একটি এক্স পোস্টও সেখানে এমবেড করেছে। আর এর আগেও ‘নিউ ইয়র্ক টাইমস’, ‘দ্য গার্ডিয়ান’ বা ‘বিবিসি’ এই ঘটনার তীব্র নিন্দা করেছে।