
ভারত থেকে ফিরেছেন ‘ফুটবলের রাজপুত্র’ লিওনেল মেসি। আর নিজের ঘোরে ফিরেই তিনি পোস্ট করেছেন তাঁর ইনস্টাগ্রামে। সেখানে তাঁর ভারত সফর অর্থাৎ ‘গোট ট্যুর’-এর কথা লিখে একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি। সেই পোস্টে ইতিমধ্যেই পড়েছে ৯ মিলিয়ন বা ৩০ লক্ষ লাইক। আর সেই সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। অচিরেই তা হয়তও ছাড়িয়ে যাবে ১ কোটি।
এত এত লাইক ছাড়াও সেই পোস্টে রয়েছে প্রায় ১ লক্ষ ৫০ হাজার কমেন্ট। লিওনেল মেসি, তাঁকে ইতিমধ্যে ফলো করেন ৫১১ মিলিয়ন বা ৫১ কোটি ১০ লক্ষ মানুষ। আর সেই সব মানুষই কিন্তু মেসির এই পোস্ট দেখতে পাচ্ছেন। সেই পোস্টে ইংরেজির পাশাপাশি লেখা রয়েছে স্প্যানিশেও।
এই পোস্টে লেখা রয়েছে এক বাঙালির নামও। হ্যাঁ! বড় বড় করে লেখা ‘A Satadru Dutta Initiative’। আর সেই শতদ্রু দত্ত এখন কোথায়? তিনি রয়েছেন কলকাতায়। রাজ্য পুলিশের হেফাজতে। কলকাতার যুবভারতী স্টেডিয়ামে তাণ্ডবের ঘটনায় সেই শতদ্রু দত্তকেই গ্রেফতার করেছে বিধাননগরের পুলিশ।
কী লিখেছেন মেসি? মেসি সেই পোস্টে লিখেছেন, “নমস্কার ভারত! দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ এবং কলকাতায় আমি অসাধারণ ঘুরেছি। উষ্ণ অভ্যর্থনা, চমৎকার আতিথেয়তা ও আমার পুরো সফর জুড়ে যে ভালবাসা আমি পেয়েছি তার জন্য ধন্যবাদ। আমি আশা রাখি ভারতে ফুটবলের ভবিষ্যৎ উজ্জ্বল হবে!
#GOATTourIndia #GOATconcert #MessiinIndia
আ শতদ্রু দত্ত ইনিশিয়েটিভ”