Lionel Messi : আজও মেসির মনে গাঁথা সেই যন্ত্রণা…

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 24, 2023 | 3:34 PM

PSG : লিওনেল মেসির নতুন গন্তব্য ইন্টার মায়ামি। নতুন ক্লাবের জার্সি চাপিয়ে খেলার আগে পিএসজিতে তাঁর শেষবেলা নিয়ে মুখ খুললেন মেসি।

Lionel Messi : আজও মেসির মনে গাঁথা সেই যন্ত্রণা...
Image Credit source: Twitter

Follow Us

প্যারিস : বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির (Lionel Messi) যখন বিচ্ছেদ হয়েছিল, তখন তাঁর চোখে ছিল জল। আর পিএসজির (PSG) সঙ্গে বিচ্ছেদের সময়? না, মেসির চোখে জল তো দেখা যায়নি। বরং এ বার তাঁর মুখে শোনা গেল কেন পিএসজি ছাড়লেন তিনি। বার্সা আজও মেসিকে চায়। আর পিএসজি? উত্তরটা কমবেশি সকলেরই জানা। প্রেমের শহর প্যারিসের ক্লাব পিএসজিতে যখন যোগ দিয়েছিলেন মেসি, সেই সময় সেখানকার ফ্যানেরা তাঁকে ভালোবাসতেন। কিন্তু সময় যত এগিয়েছে ছবিটা বদলে গিয়েছে। ভক্তদের বিরাগভাজন হয়েছেন মেসি। এখন আর পিএসজির সঙ্গে সম্পর্ক নেই আর্জেন্টাইন সুপারস্টারের। মেসির নতুন গন্তব্য ইন্টার মায়ামি। নতুন ক্লাবের জার্সি চাপিয়ে খেলার আগে পিএসজিতে তাঁর শেষবেলা নিয়ে মুখ খুললেন মেসি। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

পিএসজি ভক্তদের সঙ্গে মেসির সম্পর্ক কেমন ছিল?

লিওনেল মেসি জানান, ২০২১ সালে পিএসজিতে তিনি যোগ দিয়েছিলেন কারণ ওই ক্লাবটি তাঁর বেশ পছন্দের। এবং সেখানে তাঁর অনেক বন্ধুও ছিল। তাঁর মতে বার্সা ছেড়ে সেখানে মানিয়ে নেওয়া তাঁর কাছে সহজ ছিল। তাই প্যারিসে যাওয়ার সিদ্ধান্ত নেন। একটা নতুন দল। নতুন খেলার ধরণ। নতুন শহর। সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে মেসি ও তাঁর পরিবারের সদস্যদের বেশ খানিকটা সময় লেগেছিল। কিন্তু ধীরে ধীরে প্যারিসে মানিয়ে নেন মেসি ও তাঁর পরিবার। লিও জানান শুরুর দিকে সব কিছু ঠিক ঠাকই চলছিল। কিন্তু পরবর্তীতে তাঁর সঙ্গে পিএসজির ফ্যানেদের সম্পর্কের অবনতি হতে থাকে। এবং একটা সময়ের পর থেকে ফ্যানেদের আচরণ মেসিকে পরবর্তীতে শুধু কষ্টই দিয়েছে।

পিএসজির সমর্থকদের নিয়ে মেসি বলেন, ‘শুরুর দিকে সবকিছু বেশ ভালোই ছিল। আমি প্যারিসে দারুণ উৎসাহ পেয়েছিলাম। এরপর ফ্যানেরা আমার সঙ্গে অন্যরকম আচরণ করা শুরু করে। প্যারিসের ফ্যানেদের সঙ্গে আমার সম্পর্কে ফাটল ধরে। শুধু আমার সঙ্গেই নয়। এমবাপে ও নেইমারের সঙ্গেও এমন ঘটনা আগে ঘটেছিল। তবে পিএসজিতে আমাকে যাঁরা সমর্থন করেছিলেন, সম্মান দিয়েছিলেন তাঁদের আমি মনে রেখেছি।’

পিএসজিতে শুরুর দিকে যতটা সমর্থন পেয়েছিলেন মেসি, পরবর্তীতে ফ্যানেদের বিদ্রুপের শিকারও হয়েছিলেন। যা মেসির মনে গাঁথা হয়ে রয়েছে। বার্সার পর পিএসজি অধ্যায় শেষ হয়েছে লিওর। এ বার দেখার ইন্টার মায়ামিতে মেসি কী জাদু দেখান।

Next Article