MESSI : মালায়ালি ভক্তের ভালবাসায় সাড়া মেসির, ভিডিও ভাইরাল

টেলে নিজের রুমের যে বারান্দা থেকে মেসি হাত নাড়ছিলেন, তার ঠিক পাশের বারান্দাতেই দাঁড়িয়ে ছিলেন এক মালায়ালি যুবক। সঙ্গে তাঁর বন্ধুরাও। চিৎকার করে মেসির দৃষ্টি আকর্ষণ করছিলেন ওই মালায়ালি যুবক।

MESSI : মালায়ালি ভক্তের ভালবাসায় সাড়া মেসির, ভিডিও ভাইরাল
প্যারিসে হোটেলের বারান্দায় মেসি

| Edited By: raktim ghosh

Aug 13, 2021 | 9:36 AM

প্যারিসঃ ভারতের যাঁরা বার্সা সমর্থক, তাঁদের কাছে মেসির বিদায় হৃদয়বিদারক। আবার যাঁণরা মেসির জন্য বার্সেলোনার জন্য গলা ফাটিয়েছে গত দেড় দশকেরও বেশি সময়, তাঁরা আবার অনেকেই পিএসজি ভক্ত হওয়ার দিকে ঝুঁকছে। এই দুই রকমের মেসিভক্তদের দেখা মিলছে হালফিলে। মেসির প্যারি সাঁজায় আগমনের পর। আর এর মাঝেই এক ভারতীয় সমর্থকদের ভালবাসার আবেদনে সাড়া দিলেন মেসি। যেই ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়।

ঠিক কি ঘটেছে? প্যারিসের হোটেলের বারান্দা থেকে রাস্তায় দাঁড়িয়ে থাকা ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়ছিলেন লিওনেল মেসি। গ্রহণ করছিলেন নতুন ক্লাব সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা। শুধু রাস্তাতেই নয়। বিভিন্ন আবাসনের ছাদ বা বারান্দা থেকেও মেসির উদ্দেশ্যে হাত নাড়ছিলেন বিভিন্ন মানুষ। আর এর মধ্যেই একটি ভিডিও ভাইরাল। হোটেলে নিজের রুমের যে বারান্দা থেকে মেসি হাত নাড়ছিলেন, তার ঠিক পাশের বারান্দাতেই দাঁড়িয়ে ছিলেন এক মালায়ালি যুবক। সঙ্গে তাঁর বন্ধুরাও। চিৎকার করে মেসির দৃষ্টি আকর্ষণ করছিলেন ওই মালায়ালি যুবক। মেসি সেই যুবকের আবেদনে সাড়া দেন। বারান্দা থেকে ডানদিকে ঘুরে মালায়ালি যুবকের দিকে ঘুরে হাত নাড়লেন আর্জেন্তিনা ফুটবলের সুপারস্টার। ব্যস, তারপরেই আনন্দে আত্মহারা সেই যুবক। মালায়ালি ভাষায় সেই কথা প্রকাশও করেন তিনি। যা ধরা পেড়েছে তাঁর রেকর্ড করা সেই ভিডিওতে।

এখন ফুটবল বিশ্বের খবরের শিরোনামে একজনই মেসি। তাঁর দলবদলের খবরের মাঝে এবার এক ভারতীয় ভক্তের আবেদনে যেভাবে সাড়া দিলেন, তানিয়ে এখন আলোচনা ভারতীয় ফুটবলভক্তদের মধ্যে।