Lionel Messi : তিন ম্যাচে পাঁচ গোল, মায়ামির জার্সিতে থামছেন না মেসি

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 03, 2023 | 5:03 PM

Inter Miami beat Orlando City : লিগ কাপে তাঁর জোড়া গোলে ৩-১ জিতল ইন্টার মায়ামি। তিন ম্যাচে তাঁর গোল সংখ্যা গিয়ে দাঁড়াল পাঁচ।

Lionel Messi : তিন ম্যাচে পাঁচ গোল, মায়ামির জার্সিতে থামছেন না মেসি

Follow Us

মায়ামি : নতুন ক্লাব ইন্টার মায়ামির (Inter Miami) হয়ে তিন নম্বর ম্যাচ। মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার পর মায়ামির জার্সিতে দারুণ সময় কাটাচ্ছেন লিওনেল মেসি। পরপর তিন ম্যাচেই গোল পেলেন। অরল্যান্ডো সিটির বিরুদ্ধে তিন নম্বর ম্যাচেও গোল পেলেন তিনি। লিগ কাপে তাঁর জোড়া গোলে ৩-১ জিতল ইন্টার মায়ামি। তিন ম্যাচে তাঁর গোল সংখ্যা গিয়ে দাঁড়াল পাঁচ। তার মধ্যে শেষ দুটি ম্যাচেই জোড়া গোল করেছেন আর্জেন্টাইন তারকা। অরল্যান্ডো সিটির বিরুদ্ধে প্রথমার্ধেই গোল পেয়েছিলেন। পরের গোলটি ৭২ মিনিটে। এই ম্যাচে দীর্ঘদিন পর একসঙ্গে খেলতে দেখা গেল মেসি, সের্গিও বুস্কেৎস এবং জর্ডি আলবাকে। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ম্যাচের ৭ মিনিটে অরল্যান্ডোর বিরুদ্ধে প্রথম গোল পান মেসি। ১০ মিনিটের মধ্যে সিজার আরউহোর গোলে সমতা ফেরায় অরল্যান্ডো। ১-১ ব্যবধানে বিরতিতে যায় দুটি দল। বিরতির পরই ৪৭ মিনিটে পেনাল্টি আদায় করে নেন ইন্টার মায়ামির জোসেফ মার্টিনেজ। পেনাল্টি নিজেই নেন মার্টিনেজ। গোল করে দলকে এগিয়ে দেন তিনি। ম্যাচের ৭২ মিনিটে ইন্টার মায়ামির হয়ে তৃতীয় এবং ম্যাচে ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন মেসি। ম্যাচে শেষ গোল। ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়েন মায়ামি। এই জয়ে লিগ কাপের শেষ ষোলোর ঘরে পা রাখল লিওনেল মেসির দল।

Next Article