বুয়েনস আইরেস: দেশের জার্সিতেও উজ্জ্বল LM10। আজ, শুক্রবার ৮ সেপ্টেম্বর ভারতীয় সময় অনুসারে ভোরে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের (World Cup qualifier) ম্যাচ খেলতে নেমেছিল বিশ্বজয়ীরা। ২০২৬ সালে এ বার ফিফা বিশ্বকাপ। তিন বছর পর আর্জেন্টিনাকে (Argentina) লিওনেল মেসি নেতৃত্ব দেবেন কিনা, তা নিয়ে বিরাট জল্পনা মাঝেই শুরু হল নীল-সাদা জার্সিধারীদের বিশ্বকাপের বাছাইপর্ব। বুয়েনস আইরেসে ইকুয়েডরের বিরুদ্ধে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির (Lionel Messi) একমাত্র গোলেই ম্যাচের ফয়সলা হয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
🔚 Game over at the Monumental!
🇦🇷 Argentina 1 🆚 0 Ecuador 🇪🇨
⚽️ Lionel Messi 🐐#ArgentinaNT pic.twitter.com/cK3h2Psoxv
— Selección Argentina in English (@AFASeleccionEN) September 8, 2023
বুয়েনস আইরেসে আর্জেন্টিনা বনাম ইকুয়েডর ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। যদিও প্রথমার্ধে বল দখল ও আক্রমণে ইকুয়েডরের থেকে বেশি এগিয়ে ছিল আর্জেন্টিনা। কিন্তু গোলমুখ খুলতে পারেননি মেসি-ওটামেন্ডিরা। দ্বিতীয়ার্ধে বিশ্ব চ্যাম্পিয়নদের খেলার ঝাঁঝ বাড়ে। ইকুয়েডরের মিডফিল্ডার কাইদাসো ৭৭ মিনিটে নিজেদের বক্সের সামনে লাওতারো মার্টিনেজকে ফাউল করেন। ফলে ফ্রিকিক পায় আর্জেন্টিনা। প্রায় ২০ গজ দূর থেকে শট নেন লিও মেসি। তাঁর বাঁকানো ফ্রিকিক ইকুয়েডরের গোলকিপারের নাগালে আসেনি। বরং তাঁর চোখের সামনে বল গিয়ে জড়ায় জালে।
LIONEL ANDRÉS MESSI CUCCITTINI 🐐🐐🐐 pic.twitter.com/FWggJeOqv5
— Arg Gol (@ArgGoll) September 8, 2023
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি স্কোরলাইন ১-০ করার পর অবশ্য ম্যাচে আর কোনও গোল হয়নি। ৮৯ মিনিটে লিওনেল মেসিকে মাঠ থেকে তুলে নেন আর্জেন্টাইন কোচ। শেষ অবধি স্কোরলাইন ছিল ১-০। মেসির একমাত্র গোলে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ২০২২ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনা। ১৩ সেপ্টেম্বর ফের দেশের হয়ে খেলবেন মেসি। ভারতীয় সময় অনুসারে আগামী বুধবার গভীর রাতে বলিভিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্য়তা অর্জন পর্বের ম্যাচ খেলবে আর্জেন্টিনা।