Lionel Messi : লিগ সকারে অভিষেকে গোল মেসির, জিতল ইন্টার মায়ামি

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 27, 2023 | 10:37 AM

মেসির অভিষেকের দিন নিউইয়র্ক রেড বুলসের বিরুদ্ধে ২-০ জিতেছে মায়ামি। অভিষেক পর্বেই গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা।

Lionel Messi : লিগ সকারে অভিষেকে গোল মেসির, জিতল ইন্টার মায়ামি

Follow Us

মায়ামি : অবশেষে মেজর লিগ সকারে অভিষেক পর্ব মিটল লিওনেল মেসির (Lionel Messi)। এর আগে ইন্টার মায়ামির (Inter Miami) হয়ে সাতটি ম্যাচ খেলেছেন আর্জেন্টাইন তারকা। লিগস কাপে চ্যাম্পিয়ন করা ছাড়া আরও একটি টুর্নামেন্টের ফাইনালে তুলেছেন মায়ামিকে। এ বার মায়ামির জার্সিতে মেজর লিগ সকারে অভিযান শুরু করলেন মেসি। তাঁর অভিষেকের দিন নিউইয়র্ক রেড বুলসের বিরুদ্ধে ২-০ জিতেছে মায়ামি। অভিষেক পর্বেই গোল করলেন। এখনও পর্যন্ত মায়ামির হয়ে খেলা একটি ম্যাচেও মেসি গোল করেননি এমনটা ঘটেনি। এদিন দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে মাঠে নেমে গোল করেন। মায়ামির ফুটবলপ্রেমীরা এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিলেন। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ইন্টার মায়ামির হয়ে ডেবিউয়ের পর থেকে আটটি ম্যাচ খেলেছেন মেসি। তাই নিউইয়র্ক রেড বুলসের বিরুদ্ধে রবিবার তাঁর অভিষেক হওয়া নিশ্চিত ছিল না। কোচ জেরার্ড মার্টিনো এমনই ইঙ্গিত দিয়েছিলেন। তিনি জানান, সবাই মেসির খেলা দেখতে চাইলেও ঝুঁকি নেবেন না। তাই ম্য়াচের শুরু থেকে ছিলেন না লিও। তাতে মায়ামির ২-০ গোলে জিততে অসুবিধে হয়নি। মেসিবিহীন প্রথমার্ধের ৩৭ মিনিটে প্রথম গোল দিয়োগো গোমেজের। দ্বিতীয়ার্ধে পরের গোলটি এসেছে মেসির পা থেকে। মায়ামির হয়ে আট ম্যাচে মেসির গোলসংখ্যা এখন ১১।

Next Article