AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lionel Messi : পাসপোর্ট সমস্যায় দু-ঘণ্টা বেজিং বিমানবন্দরে আটকে লিও মেসি!

Lionel Messi in China : গত কয়েক দিন মেসিকে নিয়ে অনেক বেশি তোলপাড় ছিল সোশ্যাল মিডিয়া। এ মাসেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হয়েছে তাঁর। মেসি কোন ক্লাবে যোগ দেবেন এই নিয়ে দীর্ঘ জল্পনা চলছিল। ছেলেবেলার ক্লাব বার্সেলোনায় প্রত্যাবর্তনের সম্ভাবনা ছিল।

Lionel Messi : পাসপোর্ট সমস্যায় দু-ঘণ্টা বেজিং বিমানবন্দরে আটকে লিও মেসি!
আর্জেন্টিনা টিম বাসে লিও মেসি।Image Credit: AFP
| Edited By: | Updated on: Jun 12, 2023 | 8:13 PM
Share

বেজিং : পাসপোর্ট নিয়ে সমস্যা। যার জেরে চিনের বেজিং বিমানবন্দরে দু-ঘণ্টা আটকে লিও মেসি! সোশ্যাল মিডিয়ায় এমনি একটি ভিডিয়ো প্রকাশ হয়েছে। চিনের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বেজিং বিমানবন্দরে মেসির পাসপোর্ট নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বেজিংয়ে হবে ম্যাচটি। ক’দিন আগেই আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক লিও মেসি জানিয়েছেন, তিনি মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেবেন। তার আগে ফিফা ফ্রেন্ডলিতে খেলবেন। জাতীয় দলে সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়া, ব্যক্তিগত দেহরক্ষী এবং কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে প্রাইভেট জেটে বেজিং পৌঁছোন মেসি। তারপরই তাঁকে আটকায় বর্ডার কন্ট্রোল পুলিশ। কী কারণে এই ধোঁয়াশা! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-র এই প্রতিবেদনে।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। এরপর ইন্দোনেশিয়ার বিরুদ্ধেও একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। মেসি বেজিং পৌঁছনোর পর সেখানে তাঁর পাসপোর্ট নিয়ে কনফিউশন তৈরি হয়। জাতীয় দলের হয়ে খেলতে এলেও মেসির কাছে স্প্যানিশ পাসপোর্ট ছিল। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োয় দেখা গিয়েছে, মেসিকে ঘিরে রয়েছে প্রচুর পুলিশ আধিকারিক। স্প্যানিশ পাসপোর্ট নিয়ে ধোঁয়াশা। দু ঘণ্টা পর সমস্যা মিটে যায় এবং মেসিকে ভিসা দেওয়া হয়। আর্জেন্টিনার বাকি টিম মেম্বারদের সঙ্গে মেসি হোটেলে যোগ দিয়েছেন এবং অনুশীলনের জন্যও প্রস্তুত।

কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ জয় লিও মেসির নেতৃত্বে। গত কয়েক দিন মেসিকে নিয়ে অনেক বেশি তোলপাড় ছিল সোশ্যাল মিডিয়া। এ মাসেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হয়েছে তাঁর। মেসি কোন ক্লাবে যোগ দেবেন এই নিয়ে দীর্ঘ জল্পনা চলছিল। ছেলেবেলার ক্লাব বার্সেলোনায় প্রত্যাবর্তনের সম্ভাবনা ছিল। তেমনই সৌদি আরবের আল হিলাল ক্লাবের তরফেও বিশাল অঙ্কের প্রস্তাব ছিল মেসির কাছে। যদিও শেষ অবধি আমেরিকার মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন লিও। পরের মাসেই আমেরিকা পাড়ি দেবেন মেসি।