Lionel Messi: “টাকা দিলাম আমরা, মেসিকে দেখল ওরা”, রণক্ষেত্র যুবভারতীতে ক্ষোভে ফেটে পড়লেন দর্শকরা!

LM10 in Yuva Bharati Krirangan: "অনিক ধর আর সৌরভ গাঙ্গুলিকে দেখতে এসেছিলাম, আর কাউকে দেখতে আসিনি এখানে", কটাক্ষ এক মেসি ভক্তের। আর একজন তো বলেই ফেললেন, "অরূপ বিশ্বাসকে দেখলাম ভালভাবে সেলফি তুলতে। মনে হচ্ছিল মেসির জায়গায় অরূপ বিশ্বাসকে নিয়ে প্রোগ্রাম হচ্ছে।

Lionel Messi: টাকা দিলাম আমরা, মেসিকে দেখল ওরা, রণক্ষেত্র যুবভারতীতে ক্ষোভে ফেটে পড়লেন দর্শকরা!
রণক্ষেত্র যুবভারতীতে ক্ষোভে ফেটে পড়লেন দর্শকরা

Dec 13, 2025 | 5:32 PM

রণক্ষেত্র যুবভারতী। জানা গিয়েছে মাঠে চেয়ার থেকে জলের বোতল সবই ছোড়া হয়েছে। মাঠের ভিতর ঢুকে পড়েন দর্শকরা। যুবভারতীর একদিকের গোলপোস্টও ভেঙে ফেলেছেন দর্শকরা। কিন্তু দর্শকরা কী বলছেন? ক্ষোভে ফেটে পড়েছেন দর্শকরা। একজন তো বলেই ফেললেন, “আমরা অরূপ বিশ্বাসকে দেখতে পেয়েছি”। একজন আবার বললেন, “আমাদের টাকায় সরকার মেসিকে দেখল”।

“অনিক ধর আর সৌরভ গাঙ্গুলিকে দেখতে এসেছিলাম, আর কাউকে দেখতে আসিনি এখানে”, কটাক্ষ এক মেসি ভক্তের। আর একজন তো বলেই ফেললেন, “অরূপ বিশ্বাসকে দেখলাম ভালভাবে সেলফি তুলতে। মনে হচ্ছিল মেসির জায়গায় অরূপ বিশ্বাসকে নিয়ে প্রোগ্রাম হচ্ছে। ৩ হাজার ৩৩৮ টাকা দিয়ে টিকিট কেটেছিলাম। এক ঝলকও মেসিকে দেখতে পাইনি”।

কেউ ৪ হাজার টাকা, কেউ ১০ হাজার টাকা দিয়ে টিকিট কেটে মাঠে এসেছিলেন। বলছেন, “শুধু নেতারা ঘিরে ছিল”। কেউ আবার আঙুল তুলছেন প্রশাসনের অপদার্থতার দিকেও। বলছেন, “মাঠে স্তাবক, পুলিশ ও মিডিয়া ঘিরে ছিল”। ৫ হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিলেন এক যুবক। গত রাত থেকেই তিনি মেসিকে একটু দেখার আশায় বসেছিলেন বাইপাসে মেসি যে হোটেলে রয়েছে, তার পাশেই। কিন্তু তাও ‘ভগবান’ দর্শন থেকে বঞ্চিত হলেন তিনি। “শতদ্রু দত্তকে ব্যান করা উচিত”, বলছেন এক দর্শক।

এমনকি মাঠে ‘চোর চোর’ স্লোগানও ওঠে। “নেতা-মন্ত্রীরা মেসিকে দেখল। সেই পয়সা আমরা দলাম”, ক্ষোভে ফেটে পড়লেন এক দর্শক। সাঁতরাগাছির এক দর্শক বললেন, “আমরা শুধু মেসির হাত দেখতে পেয়েছি”। একজন এই বিষয়টাকে একেবারে দুর্নীতির সঙ্গে তুলনা করলেন, “এটা স্ক্যাম ২০২৫, অ্যান ইনিশিয়েটিভ বাই শতদ্রু দত্ত”। মেসিকে দেখতে এসেছিলেন এক প্রবাসীও। অন্ধ প্রদেশ থেকেও মেসিকে দেখতে এসেছিলেন এক ভক্ত। মেসিকে দেখতে না পেয়ে মর্মাহত তাঁরাও।

দর্শকদ্বের ক্ষোভ সময়ের সঙ্গে সঙ্গে চরম আকার নিয়েছে। একজন তো বলেই ফেললেন, “এই টাকা ফেরত দিক। এরা কি ভোটের জন্য টাকা জমাচ্ছে নাকি?” মেসিকে দেখতে এসেছিলেন এক রোনাল্ডো ফ্যান। তিনিও ‘ভগবান’কে দেখতে না পেয়ে মর্মাহত। “পুলিশ পর্যন্ত গালাগাল দিচ্ছে। এই লজ্জা লোকানোর জায়গা নেই”, বলেই ফেললেন এক ব্যক্তি। “মেসিকে দেখতে এসে শুধুই ক্যামেরাম্যান দেখে গেলাম”, ক্ষোভ উগরে দিলেন এক দর্শক। “তৃণমূল দল ও সরকার মেসিকে নিয়ে মেস করে ছাড়ল”, রাজ্য সরকার ও তৃণমূলকে তোপ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের।