Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lionel Messi: নিলামে উঠছে মেসির বিশ্বকাপ খেলা জার্সি, দাম শুনলে চোখ কপালে উঠবে!

Price of Messi's Jersey: মেসির এই বিশ্বকাপ জেতা ছ'টা জার্সির দাম সময়ের সঙ্গে সঙ্গে যে আরও বাড়বে, তাও মনে করছেন নিলামকারীরা। বিলি লেসন্যাক বলছেন, 'মেসির বিশ্বকাপ জেতা এই জার্সিগুলো লোকে ছুঁয়ে দেখতে পারবে, ফ্রেমে বাঁধিয়ে রাখতে পারবে, এমনকি পরেও দেখতে পারবে। এই কারণেই তো লোকে এই জার্সিগুলো কিনতে চাইবে। ফেভারিট প্লেয়ারের জন্য এই উন্মাদনা থাকাটাই তো স্বাভাবিক। যারা এই মঞ্চে কোনও দিন খেলতে পারেনি, সুযোগও পাইনি, তারা এ ভাবেই বিশ্বকাপের কাছাকাছি পৌঁছে যেতে পারবে মেসির জার্সির মাধ্যমে। এটাই প্রাপ্তি।'

Lionel Messi: নিলামে উঠছে মেসির বিশ্বকাপ খেলা জার্সি, দাম শুনলে চোখ কপালে উঠবে!
লিওনেল মেসিImage Credit source: ছবি: X
Follow Us:
| Edited By: | Updated on: Dec 06, 2023 | 11:05 AM

নিউ ইয়র্ক: আমেরিকায় পা দেওয়ার পর থেকেই উন্মাদনা যেন আকাশ ছুঁয়েছে। ইন্টার মায়ামিতে তাঁকে খেলতে দেখার জন্য ভিড় করছেন অন্য জগতের তারকারা। মার্কিন মুলুকে ফুটবল উন্মাদনাও এক ঝটকায় বেড়ে গিয়েছে অনেকটাই। পরের বিশ্বকাপ মেক্সিকো, কানাডার পাশাপাশি আমেরিকাতেও হবে। তার আগে মেসির ইন্টার মায়ামিতে পা দেওয়া নিশ্চিত ভাবে দেশের ফুটবলকে অনেকটাই এগিয়ে দেবে। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করা লিওনেল মেসিকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি চলছে। খুব শিগগিরই এলএম টেনের কাতার বিশ্বকাপে পরে খেলা জার্সি নিলামে উঠতে চলেছে। তার দাম কত হতে পারে?

কাতার বিশ্বকাপে যে ছ’টা জার্সি পরে খেলেছেন মেসি, তাই নিলামে তোলা হচ্ছে। আর্জেন্টিনার সাদা-আকাশনীল জার্সির প্রতি মোহ সেই মারাদোনার সময় থেকে। ফুটবলের রাজপুত্র বিশ্বকাপ দিয়েছিলেন। তারপর আবার আর্জেন্টিনাকে ফুটবলের শ্রেষ্ঠ আসনে বসিয়েছেন মেসি। তাঁর জার্সি নিলামে তোলা হলে তা যে সব রেকর্ড ছাপিয়ে যাবে, তাতে আর আশ্চর্য কী। ১০ মিলিয়ন ডলার দাম উঠতে পারে ওই ছ’টা জার্সির, এমনই আন্দাজ করা হচ্ছে। ভারতীয় টাকায় যা ৮৩ কোটি ৩৬ লক্ষর থেকে একটু বেশি। একটা জার্সির দাম কত হতে পারে? ১৩ কোটিরও বেশি। মেসির বিশ্বকাপ জেতা জার্সির দাম যে এমনই হবে, তা নিয়ে সন্দেহ নেই। আর এই জার্সি সংগ্রহে রাখার জন্য ঝাঁপিয়ে পড়বেন বিশ্বের ধনকুবেররা।

মেসির এই বিশ্বকাপ জেতা ছ’টা জার্সির দাম সময়ের সঙ্গে সঙ্গে যে আরও বাড়বে, তাও মনে করছেন নিলামকারীরা। বিলি লেসন্যাক বলছেন, ‘মেসির বিশ্বকাপ জেতা এই জার্সিগুলো লোকে ছুঁয়ে দেখতে পারবে, ফ্রেমে বাঁধিয়ে রাখতে পারবে, এমনকি পরেও দেখতে পারবে। এই কারণেই তো লোকে এই জার্সিগুলো কিনতে চাইবে। ফেভারিট প্লেয়ারের জন্য এই উন্মাদনা থাকাটাই তো স্বাভাবিক। যারা এই মঞ্চে কোনও দিন খেলতে পারেনি, সুযোগও পাইনি, তারা এ ভাবেই বিশ্বকাপের কাছাকাছি পৌঁছে যেতে পারবে মেসির জার্সির মাধ্যমে। এটাই প্রাপ্তি।’

নামী পপ কালচার স্পেশালিস্ট সাইমন লিপম্যান আবার বলছেন, ‘মেসির ওই জার্সিতে এখনও হয়তো ঘাস লেগে রয়েছে। হয়তো কোথাও একটা ছোট্ট ফুটো হয়ে গিয়েছে। সুতো বেরিয়ে পড়েছে। প্লেয়ারের জার্সি তো এমনই হয়। এই ছোট ছোট জিনিসগুলোই তো লোকে অনুভব করতে চায়। সেই কারণেই তো মেসির বিশ্বকাপ খেলা জার্সি এতটা গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। আর তাই লোকে কেনার জন্য পাগল হয়ে উঠবে।’

প্রাক্তন বা বর্তমান প্লেয়ারদের ব্যবহার করা জার্সি, জুতো কিংবা ব্যক্তিগত সংগ্রহে রাখা টুপি, কাপ নিলামে এর আগে নিলামে উঠেছে। তার দামও আকাশ ছুঁয়েছে। কিন্তু মেসির বিশ্বকাপ জেতা জার্সি পাওয়ার জন্য সবাই মুখিয়ে থাকবেন, এমনই মনে করছে নিলামকারী সংস্থা। ভুলও নয়। মেসি বলে কথা। সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের বিশ্বকাপ স্মারক সংগ্রহে থাকবে না ধনীদের?