Lionel Messi : গোল করেই হাত জোড়া বুকে, মায়ামিতে মার্ভেলের ‘ব্ল্য়াক প্যান্থার’ মেসি

মাত্র ১৫টা দিনেই মেজর লিগ সকারে আছড়ে পড়েছে মেসির জনপ্রিয়তার ঢেউ। ঘোর কাটতেই দিচ্ছেন না তিনি। প্রতিটি ম্যাচেই গোল করছেন।

Lionel Messi : গোল করেই হাত জোড়া বুকে, মায়ামিতে মার্ভেলের 'ব্ল্য়াক প্যান্থার' মেসি
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 03, 2023 | 5:07 PM

মায়ামি : ফুটবল বিশ্বের সুপারহিরো তিনি। সেই মেসিই (Lionel Messi) এখন নিত্য নতুন সেলিব্রেশনের জন্য কাল্পনিক সুপারহিরো চরিত্রদের অনুকরণ করছেন। ইন্টার মায়ামির (Inter Miami) হয়ে দ্বিতীয় ম্যাচেই মার্ভেলের চরিত্র ‘থর’-এর ভঙ্গিতে হাত বাড়িয়ে গোল সেলিব্রেট করেন। অ্যাভেঞ্জার্স প্রিয় স্ত্রী ও সন্তানদের উদ্দেশে থর-এর মতো ভঙ্গিতে দেখা গিয়েছিল মেসিকে। এ বার মার্ভেলের অন্য এক চরিত্র ‘ব্ল্যাক প্যান্থার’-র ভঙ্গিমায় গোল সেলিব্রেট করলেন তিনি। ইন্টার মায়ামির হয়ে তিন নম্বর ম্যাচে মেসি নেমেছিলেন অরল্যান্ডো সিটির বিরুদ্ধে। এই অরল্যান্ডো সিটির সমর্থকরা মেসির পোস্টার ছিঁড়ে হইচই বাঁধিয়েছিলেন। সেই টিমের বিরুদ্ধে জোড়া গোল করলেন আর্জেন্টাইন তারকা। গোলের পর দুটো হাত মুঠো করে ক্রস ভঙ্গিতে উঠে এল বুকের উপর। নতুন সেলিব্রেশনে মেসির অনুপ্রেরণা কে তা বুঝতে বেশি সময় লাগেনি। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

মাত্র ১৫টা দিনেই মেজর লিগ সকারে আছড়ে পড়েছে মেসির জনপ্রিয়তার ঢেউ। ঘোর কাটতেই দিচ্ছেন না তিনি। প্রতিটি ম্যাচেই গোল করছেন। আমেরিকায় গিয়ে মেসি কতটা মানিয়ে নিতে পারবেন তা নিয়ে সন্দেহ প্রকাশ করার লোকের অভাব ছিল না। পিএসজিতে দুটো মরসুম কাটিয়েও আপন করে নিতে পারেননি। কিন্তু মায়ামিতে মেসিকে দেখে মনে হচ্ছে তিনি প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন। আর্জেন্টাইন মহাতারকাকে ইতিমধ্যেই আপন করে নিয়েছে মেজর লিগ সকার ও তার ফ্যানরা। কারণ আর্জেন্টাইন তারকা তাঁদের প্রত্যাশার বেশিই উজাড় করে দিচ্ছেন। মায়ামির হয়ে গোল করবেন, ম্যাচ জেতাবেন-মেসির কাছ থেকে আমেরিকাবাসীর প্রত্যাশা এটুকুই। তিনি যে মার্ভেলের চরিত্র ব্ল্যাক প্যান্থারের ভঙ্গিতে সেলিব্রেশন করে প্রয়াত চ্যাডউইক বোসম্যানকে ট্রিবিউট দেবেন-এতটা ভাবেননি মায়ামি সমর্থকরা।

অরল্যান্ডোর সিটির বিরুদ্ধে মায়ামি এদিন ৩-১ গোলে জিতেছে। লিগস কাপে অরল্যান্ডো সিটির বিরুদ্ধে মেসি জোড়া গোল করেন। তিন ম্যাচে তাঁর গোল সংখ্যা এখন পাঁচ। তার মধ্যে শেষ দুটি ম্যাচেই জোড়া গোল করেছেন আর্জেন্টাইন তারকা।