Lionel Messi: বার্সায় কি আদৌ ফিরছেন লিও? জল্পনায় জল ঢাললেন মেসির বাবা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 17, 2023 | 9:20 PM

Barcelona: গত দু'বছরে অনেক কিছুই বদলে গিয়েছে। লা লিগার আর্থিক কাঠামোগত প্রতিবন্ধকতার জন্য বার্সার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছিল মেসির।

Lionel Messi: বার্সায় কি আদৌ ফিরছেন লিও? জল্পনায় জল ঢাললেন মেসির বাবা
Lionel Messi: বার্সায় কি আদৌ ফিরছেন লিও? জল্পনায় জল ঢাললেন মেসির বাবা
Image Credit source: Twitter

Follow Us

বার্সেলোনা: লিওনেল মেসির (Lionel Messi) ক্লাব ভবিষ্যৎ কী? পিএসজির (PSG) সঙ্গে নতুন চুক্তি করবেন লিও, নাকি পুরনো ক্লাব বার্সেলোনায় (Barcelona) ফিরবেন? রয়েছে একাধিক প্রশ্ন। সঠিক উত্তর নেই। দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল কাতালান ক্লাবে ফিরতে পারেন লা পুলগা। আপাতত সেই খবরে জল ঢাললেন লিও মেসির বাবা জর্জ মেসি। সদ্য প্যারিসে গিয়েছিলেন মেসির বাবা। পিএসজির কর্তাদের সঙ্গে মেসির চুক্তি বাড়ানো নিয়ে আলোচনাও হয় মেসির বাবার। তবে ইউরোপের একাধিক সংবাদমাধ্যমের দাবি, পিএসজির সঙ্গে মেসির চুক্তি বাড়ানো নিয়ে আলোচনা হলেও, সেই অর্থে কোনও সমাধান হয়নি। এই সবের মাঝে মেসির বাবা একটা কথা নিশ্চিত করে দিয়েছেন, আর যাই হোক কাতালান ক্লাবে ছেলের ফেরার মতো অবস্থা দেখছেন না। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

অতীতে এক যুগেরও বেশি সময় মেসি বার্সেলোনায় কাটিয়েছেন। তবে আর কাতালান ক্লাবে মেসির ফেরার মতো অবস্থা নেই বলেই জানিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টারের বাবা। বার্সালোনার এয়ারপোর্টে জর্জ মেসি জানান, কাতালান ক্লাবের প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তার সঙ্গে মেসির চুক্তি নিয়ে তাঁর কোনও কথা হয়নি। বরং তিনি বলেন, “পিএসজির সঙ্গে মেসির চুক্তি রয়েছে।”

ছেলেকে ফের বার্সেলোনায় দেখতে চান কিনা জর্জ মেসির কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে পরিষ্কার করে কিছু বলেননি মেসির বাবা। তিনি বলেন, “জীবনের পথে নানা বাঁক রয়েছে।” উল্লেখ্য, কাতার বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই শোনা গিয়েছিল, মেসির সঙ্গে চুক্তি বাড়াতে চাইছে পিএসজি। প্যারিসের এই ক্লাবটির এমনিতেই মেসির সঙ্গে চুক্তি ছিল ৩০ জুন অবধি। এ বার দেখার সেই চুক্তি সত্যি বাড়ে কিনা।

প্রসঙ্গত, গত দু’বছরে অনেক কিছুই বদলে গিয়েছে। লা লিগার আর্থিক কাঠামোগত প্রতিবন্ধকতার জন্য বার্সার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছিল মেসির। বার্সেলোনার হয়ে ৭৭৮টি ম্যাচে খেলেছেন লিওনেল মেসি। করেছেন ৬৭২টা গোল। তার সঙ্গে ৩০৩টা গোল করিয়েছেন সতীর্থদের দিয়ে।