মায়ামি : মেজর লিগ সকারে পিছিয়ে গেল লিওনেল মেসির অভিষেক। চলতি মাসের ২০ তারিখে মেসির এমএলএস ডেবিউ হওয়ার কথা ছিল। শার্লট এফসির বিরুদ্ধে লিগ সকারে মাঠে নামার কথা ছিল তাঁর। কিন্তু আপাতত সেই তারিখে অভিষেক হচ্ছে না আর্জেন্টাইন মহাতারকার। কারণটা অবশ্য মেসি নিজেই। কারণ তিনিই প্রতি ম্যাচে গোল করে ইন্টার মায়ামিকে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে তুলেছেন। ৪টি ম্যাচ খেলে সাতটি গোল করেছেন। আপাতত নতুন দলকে লিগস কাপ জেতানোর দায়িত্ব মেসির ঘাড়ে। ইন্টার মায়ামিকে লিগস কাপ জিতিয়ে তবেই মেজর লিগ সকারে অভিষেক হবে মেসির? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ইন্টার মায়ামির হয়ে অভিষেক হলেও এখনও মেজর লিগ সকারে নামা হয়নি মেসির। যুক্তরাষ্ট্রের এই ফুটবল লিগে বর্তমানে বিরতি চলছে। ২০ অগস্ট শার্লট এফসি-র বিরুদ্ধে এমএলএসে নামার কথা ছিল মেসির। কিন্তু ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। কারণ লিগস কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ইন্টার মায়ামি এবং শার্লট এফসি। এদিকে ১৫ অগস্ট এমএলএসের সেমিফাইনাল, ১৯ অগস্ট ফাইনাল এবং তৃতীয় স্থানাধিকারী ম্যাচ। ফলে দুটি দলের মধ্যে যে কোনও দলের ম্যাচ থাকবেই। যে কারণে ২০ অগস্টের ম্যাচটি স্থগিত করা হয়েছে।
মেসির এমএলএস অভিষেক দেখতে মুখিয়ে ফুটবলপ্রেমীরা। ওইদিনের টিকিট ঝড়ের গতিতে নিঃশেষ হয়ে গিয়েছে। যাঁরা টিকিট কেটে রেখেছেন তাঁদের চিন্তার কোনও কারণ নেই বলে জানিয়েছে ইন্টার মায়ামি। মেসির অভিষেকের নতুন দিনক্ষণ এখনও ঘোষিত হয়নি। যেদিনই ম্যাচ থাকুক, ওই টিকিটেই ম্যাচ দেখা যাবে বলে দর্শকদের আশ্বস্ত করেছে মায়ামি।