প্যারিস: লিওনেল মেসির (Lionel Messi) সঙ্গে পিএসজির (PSG) চুক্তি শেষের পথে। প্যারিসের ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি করবেন কি না জানা নেই। নয়তো মরসুম শেষেই প্যারিস ছেড়ে অন্য ক্লাবে ঠাঁই নিতে পারেন আর্জেন্টাইন তারকা। গেলে পিএসজি ছেড়ে কোথায় যাবেন তিনি? পুরনো ক্লাব বার্সেলোনায় (Barcelona) ফিরবেন নাকি মেজর সকার লিগে খেলবেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো সৌদি আরবে পাড়ি দেবেন নাকি ইউরোপের অন্য কোনও ক্লাবে যাবেন মেসি, তা নিয়ে জল্পনার শেষ নেই। ফুটবলপ্রেমীদের উৎসুক প্রশ্নের উত্তরটা প্রায় দিয়েই ফেললেন মেসির পরম বন্ধু সর্গিও অ্যাগুয়েরো (Sergio Aguero)। কথায় কথায় মুখ ফসকে মেসির পরবর্তী গন্তব্যের খোলাসা করে দিয়েছেন অ্যাগুয়েরো। কী বলেছেন তিনি? তুলে ধরল TV9 Bangla।
উপরোক্ত মেসির সবকটি ক্লাবগুলিতে যাওয়ার সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন অ্যাগুয়েরো। প্রাক্তন ম্যাঞ্চেস্টার সিটি তারকা বলেছেন, “নিউ ওয়েলসের হয়ে খেলার বিষয়ে ও সিরিয়াসলি ভাবনাচিন্তা করছে।” শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েসে ফুটবলে হাতেখড়ি মেসির। রোসারিওর ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েসের হাত ধরেই ফুটবলে অভিষেক হয় এলএম টেনের। ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত পাঁচটা বছর সেখানেই কাটিয়েছেন তিনি। তারপর যোগ দেন বার্সেলোনায়। শৈশবের ক্লাব ছেড়ে এলেও মায়া কাটাতে পারেননি কোনওদিন। শৈশবের ক্লাবে খেলে কেরিয়ারে ইতি টানা ইচ্ছে প্রকাশ করেছিলেন বহুদিন আগে। নিজেকে ক্লাবটির সবচেয়ে বড় সমর্থক বলে দাবি করেন। অ্যাগুয়েরোর মতে, ক্লাব কেরিয়ারের বিষয়ে সেদিকেই নাকি এগোচ্ছেন মেসি।
অ্যাগুয়েরোর ‘স্লিপ অব দ্য টাং’ নিয়ে মেসির তরফে কিছু প্রতিক্রিয়া পাওয়া না গেলেও প্রাক্তন লিভারপুল তারকা ম্যাক্সি রড্রিগেজ মুখ খুলেছেন। তিনি বলেন, “কুন একইরকম রয়ে গেল। ওর পেটে কোনও কথা থাকে না। দেখা যাক কী হয়। আসলে এই বিষয়ে এখনই কোনও কথা বলা সম্ভব নয়। তাহলে বড় জল্পনার সৃষ্টি হবে। তাতে আসল সত্য়িটা চাপা পড়ে যাবে।”