প্যারিসঃ এখনও সরকারিভাবে ঘোষণা হয়নি। এখনও কোনও চুক্তিও হয়নি। সবটাই এখন জল্পনার স্তরে।তার মধ্যেই জল্পনার পিএসজিতে মেসির জার্সি নম্বর নিয়ে। ফরাসি মিডিয়ায় প্রকাশিত খবর, প্যারি সাঁজাঁতে মেসির জার্সি নম্বর হতে চলেছে ১৯। তিনি তাঁর সাধের ১০ নম্বর জার্সি পাবেননা। এই খবর চাউর হতেই মেসির পিএসজি আগমন নিয়ে খবর আরও জল্পনা বাড়াল।
মেসির জার্সি নম্বর নতুন জল্পনার উদ্রেক ঘটিয়েছে। ফরাসি মিডিয়ার খবর অনুযায়ী, সাধের ১০ নম্বর এবার গায়ে চাপানো হচ্ছেনা মেসির। কারন পিএসজিতে নেইমার পরেন ১০ নম্বর জার্সি। তাই ১০ নম্বর জার্সি বরাদ্দ হবেনা মেসির জন্য। অগত্যা তাঁকে পরতে হবে ১৯ নম্বর জার্সি। ফরাসি মিডিয়ায় এই খবর প্রকাশ্যে আসার পর ফুটবলপ্রেমীদের মধ্যে প্রশ্ন, তবে কি প্যারি সাঁজাঁতে আসা নিশ্চিত হয়ে গিয়েছে। এই বিষয়ে অবশ্য মুখে কুলুপ পিএসজি কর্তাদের।
Lionel Messi has turned down Neymar's number 10 shirt at PSG, and instead intends to wear the number 19 – his former Barcelona and Argentina number. (@JulienMaynard)
— Get French Football News (@GFFN) August 6, 2021
ফের মেসি-নেইম ার জুটির অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। শেষ পর্যন্ত যদি সেটা হয়, তবে মেসিকে খেলতে হতে পারে ১৯ নম্বর জার্সিতে। আর্জেন্তিনীয় সুপারস্টার সেটা পড়তে রাজি হবেন তো? প্রশ্ন নেটিজেনদের।