AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Liverpool vs Man U: কাটা ঘায়ে নুনের ছিটে, ৭ গোল হজমের দিনে গ্যালারিতে রোনাল্ডোর জয়গান!

'প্রতিশোধ' নিয়ে এলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অনুরাগীরা। রবিবার রাতে অ্যানফিল্ডে লিভারপুলের বিরুদ্ধে ০-৭ গোলে বিধ্বস্ত হয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। কাটা ঘায়ে নুনের ছিটের মতো এরিক টেন হ্যাগের সামনেই সিআর৭-এর নামে জয়গান গেয়ে ওঠেন লিভারপুল সমর্থকরা।

Liverpool vs Man U: কাটা ঘায়ে নুনের ছিটে, ৭ গোল হজমের দিনে গ্যালারিতে রোনাল্ডোর জয়গান!
| Edited By: | Updated on: Mar 06, 2023 | 3:59 PM
Share

লন্ডন: একে শুধু হার বলে না। রীতিমতো লজ্জায় মাথা হেঁট যাওয়ার মতো অবস্থা। রবিবার অ্যানফিল্ডে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব লিভারপুল ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। ম্যাচে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে গুনে গুনে ৭ গোলের মালা পরিয়েছে লিভারপুল (Liverpool)। সদ্য লিগ কাপ জয়ী ম্যান ইউয়ের ভাগ্যে এত বড় হার অপেক্ষা করছে তা ভাবেননি কোচ এরিক টেন হ্যাগ। দলের এত বড় হারে স্বভাবতই বিরক্ত, লজ্জিত তিনি। একে ০-৭ গোলে বড় হার। তার উপর রবিবার অ্যানফিল্ডে ম্যান ইউ কোচ এরিক টেন হ্যাগ (Erik Ten Hag) শুনলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) নামে জয়গান! কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার মতো টেন হ্যাগের সামনেই ‘VIVA RONALDO’ অ্যান্থেম গাইতে শুরু করেন লিভারপুল সমর্থকরা। শুনে কী প্রতিক্রিয়া দিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কোচ? বিস্তারিত TV9 Bangla-র এই প্রতিবেদনে।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে নিজের দ্বিতীয় ইনিংসটা তিক্ততায় ভরা ছিল রোনাল্ডোর। লিভারপুলের বিরুদ্ধে প্রথম একাদশে রোনাল্ডোকে না রাখায় কোচ এরিক টেন হ্যাগের সঙ্গে ঝামেলা বাঁধে তাঁর। পিয়ের্স মর্গ্যানকে দেওয়া সাক্ষাৎকারে রোনাল্ডো স্পষ্ট জানান, তাঁকে সম্মান দিতেন না কোচ টেন হ্যাগ। যে কারণে তিনিও কোচকে শ্রদ্ধা করতেন না। বিস্ফোরক সাক্ষাৎকারের পরই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দেন রোনাল্ডো। সিআর৭ বিদায়ের পর সম্প্রতি দীর্ঘ ছয়বছর পর ওল্ড ট্র্যাফোর্ডে ঢোকে ট্রফি। লিগ কাপ বা ক্যারাবাও কাপ জেতে এরিক টেন হ্যাগের দল। তারপরই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রোনাল্ডোর বিদায় নিয়ে মুখ খোলেন টেন হ্যাগ। রোনাল্ডোকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়ায় নেতিবাচক ফল হতে পারে জানতেন। তবুও নাকি সেইসময় খুব ভালো ঘুম হয়েছিল তাঁর!

রোনাল্ডো তাঁর কতটা খুব কেড়ে নিতে পেরেছিলেন তা জানা নেই। তবে রবি রাতে অ্যানফিল্ডের মাঠে ৭-০ গোলে পরাজয়ের পর নিশ্চিতভাবে রাতের ঘুম উড়ে গিয়েছে টেন হ্যাগের। অতীতে ০-৭ গোলে হারের লজ্জা পেলেও ইংলিশ প্রিমিয়র লিগে এটিই ম্যান ইউয়ের সবচেয়ে বড় পরাজয়। এরিক টেন হ্যাগের জমানাতেই এই হার। ম্যাচের পর বিরক্ত কোচ এই হারকে চূড়ান্ত অপেশাদারিত্বের নমুনা বলেছেন। যদিও রবিবার রাতে অ্যানফিল্ডের দর্শকদের আচরণের প্রতিক্রিয়া দিতে চাননি। কানের সামনে রোনাল্ডোর নামে জয়গান শুনেও চুপ ছিলেন। সোশ্যাল মিডিয়ায় ওই মুহূর্তের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে।