EPL 2021-22: লিভারপুলের গ্যালারি থেকে ম্যান সিটির কোচিং স্টাফের গায়ে থুতু

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Oct 04, 2021 | 3:26 PM

পেপ গুয়ার্দিওয়ালা এ প্রসঙ্গে বলেন, 'আমি জানতাম না ঘটনাটা ঠিক কী। পরে শুনি, দর্শকাসন থেকে আমাদের এক সদস্যের গায়ে থুতু ছেঁটানো হয়। আমি সামনে না থাকায় সঠিক কারণটা বলতে পারব না। আমি নিশ্চিত, লিভারপুল ওই ব্যক্তিকে চিহ্নিত করে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে। তবে লিভারপুলে এই ঘটনা প্রথম নয়।'

EPL 2021-22: লিভারপুলের গ্যালারি থেকে ম্যান সিটির কোচিং স্টাফের গায়ে থুতু
পেপ গুয়ার্দিওয়ালা। ছবি: টুইটার

Follow Us

লিভারপুল: রবি রাতে অ্যানফিল্ডে হইহই কাণ্ড। লিভারপুল-ম্যাঞ্চেস্টার সিটি (Liverpool vs Manchester City) ম্যাচ ঘিরে উত্তাপ পৌঁছল চরমে। টানটান উত্তেজনা ম্যাচে। মাঠে খেলা শেষ হল ২-২ গোলে। হাইটেনশন ম্যাচে মাঠের বাইরেও ঘটন অপ্রীতিকর ঘটনা। চতুর্থ রেফারির উপর মেজাজ দেখিয়ে হলুদ কার্ড দেখলেন ম্যান সিটির কোচ পেপ গুয়ার্দিওয়ালা (Pep Guardiola)। দর্শকাসন থেকে ম্যান সিটির এক সদস্যকে থুতুও ছেঁটানো হল। যা নিয়ে ম্যাচের পরও চলল উত্তেজনা।

অ্যানফিল্ডে মেগা ম্যাচ দেখতে কানায় কানায় পরিপূর্ণ ছিল স্টেডিয়াম। দর্শকাসন থেকেই ম্যান সিটির এক কোচিং স্টাফের গায়ে থুতু ছেঁটানো হয়। ম্যাচের পর লিভারপুলের কাছে এ নিয়ে অভিযোগও দায়ের করে ম্যাঞ্চেস্টার সিটি। ঘটনাটাকে ভালো ভাবে নেয়নি লিভারপুল। ম্যান সিটির অভিযোগ গ্রহণ করে লিভারপুল। পুরো ঘটনা খতিয়ে দেখতে তদন্তও শুরু হয়েছে।
ম্যাচ শেষে ম্যাচ সিটি কোচ পেপ গুয়ার্দিওয়ালা এ প্রসঙ্গে বলেন, ‘আমি জানতাম না ঘটনাটা ঠিক কী। পরে শুনি, দর্শকাসন থেকে আমাদের এক সদস্যের গায়ে থুতু ছেঁটানো হয়। আমি সামনে না থাকায় সঠিক কারণটা বলতে পারব না। আমি নিশ্চিত, লিভারপুল ওই ব্যক্তিকে চিহ্নিত করে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে। তবে লিভারপুলে এই ঘটনা প্রথম নয়। এর আগেও অনেক বার হয়েছে। বিগত ২-৩ বছর ধরেই দেখছি। এর আগে এখানে খেলতে আসলে আমাদের বাসও ভাঙচুর করা হয়েছে। তবে এখানে লিভারপুলের কোনও দোষ নই। ম্যাচ দেখতে আসা দর্শকরা এই কাণ্ড ঘটিয়েছে।’

ম্যাচে দু’বার পিছিয়ে পড়েও লিভারপুলের ডেরা থেকে মূল্যবান ১ পয়েন্ট চুরি করে ম্যাঞ্চেস্টার সিটি। প্রথমার্ধ গোলশূন্য। দ্বিতীয়ার্ধে সাদিও মানের গোলে এগিয়ে যায় লিভারপুল। কিন্তু ফিল ফডেনের গোলে সমতায় ফেরে সিটি। এরপর মোহামেদ সালাহর দুরন্ত গোলে ফের এগিয়ে যায় ক্লপের দল। কিন্তু এর কিছু পরেই কেভিন ডি ব্রুইনের জোরালো শট ফাবিনহোর গায়ে লেগে লিভারপুলের জালে জড়িয়ে যায়। লিগ টেবিলের শীর্ষে আছে চেলসি। দুইয়ে লিভারপুল আর তিনে ম্যাঞ্চেস্টার সিটি।

 

আরও পড়ুন: IPL 2021: অভিষেকেই গতির ঝড় তুললেন জম্মু-কাশ্মীরের পেসার

Next Article