AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

UEFA Champions League 2021-22: এসি মিলানকে হারিয়ে নয়া রেকর্ড লিভারপুলের

ম্যাচ শেষে লিভারপুলের কোচ জুর্গেন ক্লপ বলেন, 'ফুটবলে সবসময় গর্ব করার মতো জায়গায় পৌঁছতে পারি না। কারণ বেশির ভাগ সময়ই আমি আরও ভালো কিছু প্রত্যাশা করি। কিন্তু আজ রাতটা আমার কাছে সত্যিই গর্ব করার মতো। অসাধারণ পারফরম্যান্স। লিগের গ্রুপ পর্বে ৬টা ম্যাচ জিতেছি বলেই গর্ব হচ্ছে তা নয়। প্রথম এগারোয় ৮টা পরিবর্তনের পরও আমরা জিতেছি। এটাই গর্বের।'

UEFA Champions League 2021-22: এসি মিলানকে হারিয়ে নয়া রেকর্ড লিভারপুলের
লিভারপুল। ছবি: টুইটার
| Edited By: | Updated on: Dec 08, 2021 | 1:13 PM
Share

মিলান: জেতাটা অভ্যাসে পরিণত করে ফেলেছে লিভারপুল (Liverpool)। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) গ্রুপ পর্বে ৬টা ম্যাচেই জিতল জুর্গেন ক্লপের (Jurgen Klopp) দল। পিছিয়ে পড়েও এসি মিলানকে (AC Milan) হারিয়ে গ্রুপ পর্বের শীর্ষেই শেষ করল লিভারপুল। ইংল্যান্ডের প্রথম ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সবকটি ম্যাচ জিতল লিভারপুল। সত্যিই এক অনন্য রেকর্ড ক্লপের ঝুলিতে।

ম্যাচের প্রথমার্ধে ২৮ মিনিটে ফিকাও তোমোরির গোলে এগিয়ে যায় এসি মিলান। তবে গোল পরিশোধে বেশিক্ষণ সময় নেয়নি লিভারপুল। ৩৬ মিনিটে মোহামেদ সালাহ (Mohamed Salah) গোল করে দলকে সমতায় ফেরান। চলতি মরসুমে লিভারপুলের জার্সিতে ২০ গোল করে ফেললেন মিশরের রাজপুত্র। খেলার ৫৫ মিনিটে লিভারপুলের হয়ে জয়সূচক গোল ডিভক ওরিগির (Divock Origi)। উলভস ম্যাচের দল থেকে ৮টি পরিবর্তন এনেছিলেন ক্লপ। শুধুমাত্র গোলকিপার আলিসন বেকার, মোহামেদ সালাহ আর সাদিও মানেকে প্রথম এগারোয় রেখেছিলেন লিভারপুলের জার্মান কোচ। তাতেও জয় ছিনিয়ে নিতে কোনও অসুবিধে হয়নি ৬ বারের চ্যাম্পিয়ন্স লিগজয়ীদের।

ম্যাচ শেষে লিভারপুলের কোচ জুর্গেন ক্লপ বলেন, ‘ফুটবলে সবসময় গর্ব করার মতো জায়গায় পৌঁছতে পারি না। কারণ বেশির ভাগ সময়ই আমি আরও ভালো কিছু প্রত্যাশা করি। কিন্তু আজ রাতটা আমার কাছে সত্যিই গর্ব করার মতো। অসাধারণ পারফরম্যান্স। লিগের গ্রুপ পর্বে ৬টা ম্যাচ জিতেছি বলেই গর্ব হচ্ছে তা নয়। প্রথম এগারোয় ৮টা পরিবর্তনের পরও আমরা জিতেছি। এটাই গর্বের।’

এসি মিলানের বিরুদ্ধে ৯০ মিনিটই মাঠে দুরন্ত পারফর্ম করেন লিভারপুলের ১৯ বছরের মিডফিল্ডার টাইলার মর্টন (Tyler Morton)। পরিবর্ত হিসেবে মাঠে নেমে নজর কাড়েন ১৮ বছরের কনর ব্র্যাডলি আর ম্যাক্স ওল্টম্যান। এছাড়া তরুণ ফুটবলার ন্যাট ফিলিপ্স রক্ষণে দলকে ভরসা জোগান। আগেই প্রি কোয়ার্টারে পৌঁছে গিয়েছিলেন সালাহ-মানেরা। লিভারপুলের গ্রুপ থেকে শেষ ষোলোয় পৌঁছল আতলেতিকো মাদ্রিদ।

আরও পড়ুন: Champions League: লাইপজিগের কাছে হেরেও শীর্ষে থেকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ-১৬-তে ম্যাঞ্চেস্টার সিটি