Champions League: লাইপজিগের কাছে হেরেও শীর্ষে থেকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ-১৬-তে ম্যাঞ্চেস্টার সিটি
চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) 'গ্রুপ-এ'-র শেষ ম্যাচে লাইপজিগের (RB Leipzig) ঘরের মাঠে ২-১ গোলে হারল পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। লাইপগিজের ঘরের মাঠে পিছিয়ে ছিল ম্যান সিটি। আন্দ্রে সিলভাকে বাজে ভাবে ফাউল করে ৮২ মিনিটে লাল কার্ড দেখেন কাইল ওয়াকার। যার ফলে ম্যাচের শেষের দিকে ১০ মিনিট ১০ জনে খেলেছে গুয়ার্দিওলার দল। তবে এই ম্যাচে হারলেও গ্রুপ টেবলের এক নম্বরে থেকেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ-১৬-তে পৌঁছলেন রিয়াদ মাহরেজরা।
Most Read Stories