AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

EPL 2021: সুপার সানডে-তে আজ ক্লপ-পেপ দ্বৈরথ

লিগে চেলসিকে হারানোর পর চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে হারতে হয়েছে স্টার্লিংদের। ঘারের ধাক্কা কাটিয়ে অ্যানফিল্ডে ঘুরে দাঁড়াতে মরিয়া রিয়াদ মাহরেজরা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচে পোর্তোকে ৫-১ গোলে উড়িয়ে আত্মবিশ্বাসে ভরপুল সালাহ-মানেরা।

EPL 2021: সুপার সানডে-তে আজ ক্লপ-পেপ দ্বৈরথ
লিভারপুল বনাম ম্যাঞ্চেস্টার সিটি। ছবি: টুইটার
| Edited By: | Updated on: Oct 03, 2021 | 9:42 AM
Share

লিভারপুল: সুপার সানডে-তে মেগা টক্কর। ক্লপ (Jurgen Klopp) বনাম গুয়ার্দিওয়ালা (Pep Guardiola)। দুই হেভিওয়েট কোচের ট্যাকটিক্যাল লড়াই। নিখুঁত গেমপ্লেন। একদিকে সালাহ-ফিরমিনো-মানে, অন্যদিকে স্টার্লিং-সিলভা-গ্রিলিশ। সুপার সানডে-র সব রসদই মজবুত আজ রাতের ম্যাচে। লিভারপুল-ম্যাঞ্চেস্টার সিটি হাইভোল্টেজ ম্যাচ ঘিরে চড়ছে পারদ।

গতবারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। দুঁদে কোচ পেপ গুয়ার্দিওয়ালা জানেন কি ভাবে লিভারপুলের (Liverpool) ডেরা থেকে পয়েন্ট চুরি করতে হয়। লিভারপুলের বিরুদ্ধে শেষ ৩টে সাক্ষাতেই অপরাজিত ম্যান সিটি। শেষ ম্যাচে তো লিভারপুলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল পেপের দল। তবে সেই তিনটে ম্যাচই হয়েছিল ক্লোজড ডোরে। অ্যানফিল্ডে দর্শক ভর্তি গ্যালারির সামনে লিভারপুলকে টেক্কা দেওয়া কতটা চ্যালেঞ্জিং তা ভালোই জানেন গুয়ার্দিওয়ালা। ২ বছর আগে শেষ বার সিটিকে হারিয়েছিল লিভারপুল। তাই ক্লপের কাছেও বদলার চ্যালেঞ্জ।

লিগে চেলসিকে হারানোর পর চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) পিএসজির (PSG) কাছে হারতে হয়েছে স্টার্লিংদের। ঘারের ধাক্কা কাটিয়ে অ্যানফিল্ডে ঘুরে দাঁড়াতে মরিয়া রিয়াদ মাহরেজরা। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট ম্যাঞ্চেস্টার সিটির। সমসংখ্যক ম্যাচ ১ পয়েন্ট বেশি পেয়ে আছে লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচে পোর্তোকে ৫-১ গোলে উড়িয়ে আত্মবিশ্বাসে ভরপুল সালাহ-মানেরা। তবু আত্মবিশ্বাস যাতে আত্মতুষ্টিকে পরিণত না হয় সেদিকে তাকিয়ে ক্লপ। লিগের শেষ ম্যাচে বেন্টফোর্ডের বিরুদ্ধে এগিয়ে থেকেও জয় তুলতে পারেননি সালাহ-মানেরা। সহজ গোল মিস করেছিলেন মিশরের রাজপুত্র। সিটির বিরুদ্ধে যাতে একই ভুলের পুনরাবৃত্তি না হয় সে দিকে তাকিয়ে ক্লপ।

সম্ভাব্য একাদশ

লিভারপুল: আলিসন বেকার, গোমেজ, মাতিপ, ভ্যান ডিক, রবার্টসন, হেন্ডারসন, ফাবিনহো, জোন্স, সালাহ, মানে, জোটা

ম্যাঞ্চেস্টার সিটি: এডারসন, ওয়াকার, দিয়াজ, লাপোর্তে, ক্যান্সেলো, রড্রি, ডি ব্রুইন, মাহরেজ, সিলভা, গ্রিলিশ, স্টার্লিং

আরও পড়ুন: IPL 2021: ডোপ পরীক্ষা ছাড়াই চলছে আইপিএল