IPL 2021: ডোপ পরীক্ষা ছাড়াই চলছে আইপিএল
আইপিএল চোদ্দর প্রথম পর্ব শুরু হওয়ার আগে দেশের তিনটে জায়গায় ডোপ কন্ট্রোল স্টেশন বসিয়েছিল নাডা। দিল্লি, মুম্বই আর চেন্নাইতে তৈরি করা হয়েছিল সেই স্টেশন। চেন্নাইতে টুর্নামেন্টের প্রথম দিকের বেশির ভাগ ম্যাচ থাকায় সেখানে ডোপ কন্ট্রোল অফিসারদের পাঠায় নাডা। সেখানেই ক্রিকেটারদের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করেন অফিসাররা। টুর্নামেন্টের মাঝপথেই করোনা সংক্রমিত হন এক অফিসার।
নয়াদিল্লি: মরুশহরে আইপিএলের (IPL) দ্বিতীয় পর্ব শুরু হয়ে গেলেও এ বারে নেই কোনও ডোপ টেস্ট (Dope Test)। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ক্রিকেটারদের জন্য ডোপ পরীক্ষা হচ্ছে না এ বারের আইপিএলে। যে কোনও ক্রীড়া ইভেন্টের আসরেই ডোপ কন্ট্রোল অফিসারদের (Dope Control Officer) পাঠায় নাডা (NADA)। খেলোয়াড়দের ডোপ টেস্ট করেন তারাই। কিন্তু আমিরশাহিতে (UAE) এ বার কোনও ডোপ কন্ট্রোল অফিসারকেই পাঠায়নি নাডা (NADA)।
এপ্রিলে ভারতের মাটিতে শুরু হয়েছিল আইপিএল চোদ্দর প্রথম পর্ব। কিন্তু আইপিএল চলাকালীন করোনায় সংক্রমিত হয়েছিলেন এক ডোপ কন্ট্রোল অফিসার। জৈব সুরক্ষা বলয়ে টুর্নামেন্ট আয়োজিত হলেও করোনা হানা দিয়েছিল। করোনায় সংক্রমিত হন ক্রিকেটাররাও। যার জন্য মাঝপথেই স্থগিত হয়ে যায় আইপিএল চোদ্দর প্রথম পর্ব।
আইপিএল চোদ্দর প্রথম পর্ব শুরু হওয়ার আগে দেশের তিনটে জায়গায় ডোপ কন্ট্রোল স্টেশন বসিয়েছিল নাডা। দিল্লি, মুম্বই আর চেন্নাইতে তৈরি করা হয়েছিল সেই স্টেশন। চেন্নাইতে টুর্নামেন্টের প্রথম দিকের বেশির ভাগ ম্যাচ থাকায় সেখানে ডোপ কন্ট্রোল অফিসারদের পাঠায় নাডা। সেখানেই ক্রিকেটারদের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করেন অফিসাররা। টুর্নামেন্টের মাঝপথেই করোনা সংক্রমিত হন এক অফিসার।
পরবর্তীতে আমিরশাহিতে আইপিএলের বাকি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয় বোর্ড (BCCI)। কিন্তু মরুশহরে কোনও প্রতিনিধিকে পাঠাতে রাজি হয়নি নাডা। কি ভাবে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করা হবে, এই বিষয়ে সমাধানে আসতে পারেনি বোর্ড আর নাডা। এমনকি বোর্ডও চাইছিল না জৈব সুরক্ষা বলয় ভেঙে কেউ বাইরে প্রবেশ করুক। তাই আইপিএলের দ্বিতীয় পর্বে কোনও ক্রিকেটার ডোপ করলেও তা ধরার উপায় নেই।
আরও পড়ুন: IPL 2021 Purple Cap: বেগুনি টুপির লড়াইয়ে প্রথম পাঁচে পঞ্জাবের অর্শদীপ সিং