AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আজ অ্যানফিল্ডে মহারণ, লিভারপুল-ম্যান ইউ দ্বৈরথ

চোটের জন্য আজ লিভারপুলের প্রথম একাদশে নেই ডাচ ডিফেন্ডার ভ্যান ডিক

আজ অ্যানফিল্ডে মহারণ, লিভারপুল-ম্যান ইউ দ্বৈরথ
আজ অ্যানফিল্ডে মহারণ।ছবি-টুইটার
| Updated on: Jan 17, 2021 | 4:20 PM
Share

লিভারপুল: আজ অ্যানফিল্ডে মহারণ। মুখোমুখি লিভারপুল-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সুপার সানডের মেগা ম্যাচ ঘিরে তাতছে দুই শিবির। গতবারের ইপিএল চ্যাম্পিয়নরা লিগ টেবিলের তিন নম্বরে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ইপিএলের শীর্ষে রয়েছে। দীর্ঘদিন বাদে ইপিএলে ছন্দে পাওয়া গিয়েছে রেড ডেভিলসদের। ৯ বছর আগে স্যার আলেক্স ফার্গুসনের আমলে লিগ চ্যাম্পিয়ন হয়েছিল ম্যান ইউ। তারপর আর লিগ টেবিলের শীর্ষেই দেখা যায়নি রেড ডেভিলসদের। অন্যদিকে ক্লপের লিভারপুল এবারে ছন্দে নেই। লিগের শেষ ম্যাচেও সাউদাম্পটনের কাছে হেরেছেন সালাহরা। ক্লপের আমলে ইপিএলে কখনও পরপর দু’টি ম্যাচ হারেনি লিভারপুল। আজ জিতলেই ম্যান ইউকে ধরে ফেলবেন সালাহ-মানেরা।

রক্ষণে ভার্জিল ভ্যান ডিকের অভাব টের পাচ্ছেন ক্লপ। চোটের জন্য ম্যান ইউ ম্যাচেও নেই এই ডাচ ডিফেন্ডার। চোটের জন্য আজ অনিশ্চিত নাবি কেইতাও। চোট সারিয়ে জোয়েল মাতিপ অনুশীলনেও ফিরলেও তাকে পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। ম্যান ইউয়ের বিরুদ্ধে জিততে সালাহ-ফির্মিনহো-মানে এই ত্রিফলার উপরেই ভরসা করছেন ক্লপ। হেন্ডারসনকে মাঝমাঠকে খেলানোর ভাবনা জুর্গেন ক্লপের। সেক্ষেত্রে রক্ষণে ফাবিনহোর সঙ্গী হতে পারেন ন্যাট ফিলিপ্স।

ওলে গানার সোলসজায়ারের কোচিংয়ে ফের লিগ জয়ের স্বপ্ন দেখছে রেড ডেভিলস। দীর্ঘদিন বাদে লিগ টেবিলের শীর্ষে রয়েছে ম্যান ইউ। অ্যানফিল্ড থেকে পয়েন্ট নিয়েই ওল্ড ট্র্যাফোর্ডে ফিরতে চান সোলসজায়ের। পল পোগবা-কাভানি-রাশফোর্ডদের উপরেই নির্ভর করছে ম্যান ইউয়ের আক্রমণভাগ। সালাহদের রুখতে রক্ষণে বাড়তি দায়িত্ব হ্যারি ম্যাগুয়ার-এরিক বেইলিদের কাঁধে।

আরও পড়ুন:গাব্বায় মান বাঁচালেন সুন্দর-ঠাকুর

হাড্ডাহাড্ডি দ্বৈরথ ঘিরে প্রস্তুত হচ্ছে দুই শিবিরই। অ্যানফিল্ডে ক্লপ-সোলসজায়ের দুই কোচের ট্যাকটিক্যাল লড়াই দেখতেও মুখিয়ে ফুটবলমহল। রেডস বনাম রেড ডেভিলস। কার ভাগ্য জয়ের শিকে ছেঁড়ে তা বলবে সময়।

লিভারপুল সম্ভাব্য ১১: আলিসন বেকার, আলেক্সান্ডার-আর্নল্ড, ন্যাট ফিলিপ্স, ফাবিনহো, রবার্টসন, হেন্ডারসন, থিয়াগো আলকান্তারা, উইনালডাম, সালাহ, ফিরমিনো, মানে।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড সম্ভাব্য ১১: ডেভিড ডি’গিয়া, অ্যারন, এরিক বেইলি, হ্যারি ম্যাগুয়ার, লুক শাহ, ফ্রেড, স্কট ম্যাকটমিনে, ব্রুনো ফার্নান্ডেজ, পল পোগবা, মার্কাস রাশফোর্ড, এডিনসন কাভানি।