গাব্বায় মান বাঁচালেন সুন্দর-ঠাকুর

sushovan mukherjee

sushovan mukherjee |

Updated on: Jan 17, 2021 | 1:11 PM

দাত্তু ফাড়কড়ের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে অভিষেক ইনিংসে পঞ্চাশ রান আর তিন উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন ওয়াশিংটন সুন্দর।

গাব্বায় মান বাঁচালেন সুন্দর-ঠাকুর
গাব্বায় ওয়াশিংটন-শার্দূল যুগলবন্দী। ছবি-টুইটার

ব্রিসবেন : এভাবেও ফিরে আসা যায়। ১৮৬ রানে ৬ উইকেট। সেখান থেকেও গাব্বা টেস্টে ঘুরে দাঁড়াল ভারতীয় দল। সৌজন্যে শার্দূল ঠাকুর আর ওয়াশিংটন সুন্দর। কামিন্স-হ্যাজেলউডদের আগুনে বোলিং সাথে চিরাচরিত স্লেজিং। সব প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই চালালেন শার্দূল ঠাকুর-ওয়াশিংটন সুন্দর জুটি। রোহিত-পূজারা-রাহানেরা যখন সাজঘরে, তখন বাইশ গজে অপ্রতিরোধ্য হয়ে উঠলেন শার্দূল আর ওয়াশিংটন। হার না মানা লড়াই আর জেদ। সপ্তম উইকেটে ১২৩ রানের পার্টনারশিপ। ভেঙে দিলেন ৩০ বছর আগের রেকর্ড। গাব্বায় ১৯৯১ সালে কপিল দেব-মনোজ প্রভাকরের সপ্তম উইকেট জুটিতে উঠেছিল ৫৮ রান।

রাহানে,মায়াঙ্করা আউট হওয়ার পর সবাই ভেবছিল দু’শোর মধ্যেই হয়তো গুটিয়ে যাবে ভারতের ইনিংস। তাদের ভুল প্রমাণিত করল শার্দূল ঠাকুর আর ওয়াশিংটন সুন্দরের চওড়া ব্যাট। ব্যক্তিগত ৬৭ রানে প্যাট কামিন্সের বলে শার্দূল ঠাকুর যখন আউট হন, তখন ভারতের স্কোর ৩০০ পেরিয়ে গিয়েছে। গাব্বায় টেস্ট অভিষেক হওয়া ওয়াশিংটন সুন্দর করেন ৬২ রান।

আরও পড়ুন:স্প্যানিশ সুপার কাপের ফাইনালে কি মেসি খেলবেন?

বল হাতে দু’জনেই ৩টি করে উইকেট পান। রবিবার গাব্বায় ব্যাট হাতেও ভারতের পরিত্রাতা হয়ে উঠলেন তাঁরা। দাত্তু ফাড়কড়ের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে অভিষেক ইনিংসে পঞ্চাশ রান আর তিন উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন ওয়াশিংটন সুন্দর। শার্দূল -ওয়াশিংটনের এই দাপুটে পারফরম্যান্সকে কুর্নিশ জানান অধিনায়ক বিরাট কোহলিও।

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla