Luka Modric: রিয়াল মাদ্রিদে শেষ হতে চলেছে মদ্রিচ যুগ… আবেগ ঘন পোস্ট সিআর সেভেনের!

রিয়ালের জার্সি গায়ে ১৩ বছর ধরে একক দক্ষতায় সামলেছেন দলের মাঝমাঠ। ছোটখাটো চেহারার এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডার রিয়ালের জার্সিতে জিতেছেন ২৮টি ট্রফি।

Luka Modric: রিয়াল মাদ্রিদে শেষ হতে চলেছে মদ্রিচ যুগ... আবেগ ঘন পোস্ট সিআর সেভেনের!
রিয়াল মাদ্রিদে শেষ হতে চলেছে মদ্রিচ যুগ... আবেগ ঘন পোস্ট সিআর সেভেনের!Image Credit source: X

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 23, 2025 | 5:21 PM

কলকাতা: ১৩ বছর পর রিয়াল মাদ্রিদে শেষ হতে চলেছে লুকা মদ্রিচ (Luka Modric) অধ্যায়। ২০১২ সালে স্পেনের জায়েন্ট দল রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে চাপান লুকা মদ্রিচ। বাকিটা ইতিহাস। রিয়ালের জার্সি গায়ে ১৩ বছর ধরে একক দক্ষতায় সামলেছেন দলের মাঝমাঠ। ছোটখাটো চেহারার এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডার রিয়ালের জার্সিতে জিতেছেন ২৮টি ট্রফি। এর মধ্যে রয়েছে ৬টি চ্যাম্পিয়ন্স লিগ। রিয়ালের জার্সিতে মদ্রিচের সেরা মরসুম ২০১৮ সাল। দুই মহাতারকা মেসি ও রোনাল্ডো ২০০৮ থেকে ২০১৭ সাল অবধি জুড়ে দখল করে রেখেছিলেন ব্যালন ডি অর। দুই মহাতারকার আধিপত্য ২০১৮ সালে ভেঙে ফেলেন মদ্রিচ। ওই বছরই ব্যালন ডি অর জেতেন রিয়ালের মিডফিল্ড জেনারেল। ওই বছরই আবার ফিফার বর্ষসেরা প্লেয়ার হন লুকা।

শুধু ক্লাব ফুটবলে নয়, দেশের জার্সিতেও ফুল ফুটিয়েছেন এই তারকা। ২০১৮ সালে ক্রোয়েশিয়েকে ফিফা বিশ্বকাপ ফাইলে নিয়ে যাওয়ার পিছনে বড় ভূমিকা ছিল মদ্রিচের। ক্লাব ফুটবল থেকে বিশ্ব ফুটবল, সব ক্ষেত্রেই তাঁর পায়ের জাদু মুগ্ধ করেছে গোটা ফুটবল বিশ্বকে। বয়স বেড়েছে এখন। কমেছে গতিও। মাদ্রিদের মতো দলে তরুণ তুর্কিদের মাঝে কিছুটা কোণঠাসা হয়ে পড়েছিলেন ইদানীং কালে। রিয়ালের জার্সিতে এটাই সেরা সময় থামার। তাই হয়তো এই সিদ্ধান্ত নিলেন ৩৯য়ের তারকা। রিয়াল সোসিদাদের হয়ে ২৪ মে শেষ ম্যাচ খেলবেন লুকা। রিয়ালের টিমমেট থেকে প্রাক্তনরা মদ্রিচের অবসরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নানা আবেগ ঘন পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

বিশ্ব ফুটবলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজের সোশ্যাল মিডিয়াতে লিখেছেন,”সব কিছুর জন্য অনেক ধন্যবাদ তোমাকে লুকা। এই ক্লাবে তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলি স্মরণীয় হয়ে থাকবে। সামনে অনেক সাফল্য অপেক্ষা করছে তোমার জন্য।”

এই সময়ের আর এখ তারকা প্লেয়ার কিলিয়ান এমবাপে এক পোস্টে লিখেছেন, “আমি খুব ভাগ্যবান যে এই মরসুমে তোমার সঙ্গে খেলার সুযোগ পেয়েছি। ড্রেসিংরুম ভাগ করে নিতে পেরেছি। মহান প্লেয়ার বলতে আসলে কী বোঝায়, তোমোকে দেখে বুঝতে পেরেছি। সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন হওয়ার আগে তুমি অসাধারণ মনের মানুষ। সব কিছুর জন্য তোমাকে অনেক ধন্যবাদ লেজেন্ড।”

টেনিসের কিংবদন্তি রাফায়েল নাদাল বলেছেন, “আমরা ভাগ্যবান, এতদিন তোমার খেলা উপভোগ করতে পেরেছি। এত বছর ধরে মাঠ এবং মাঠের বাইরে তুমি সকলের কাছে একজন উদাহরণ হয়েছিলে। তোমাকে অনেক ধন্যবাদ। ভবিষ্যতের জন্য তোমাকে অনেক শুভকামনা রইল।”