AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Manchester United: অবিশ্বাস্য প্রত্যাবর্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের! ইউরোপা লিগের সেমিতে ব্রুনোরা

Europa League: সম্প্রতি তাদের পারফরম্যান্স একদম তলানিতে। এই মরসুমে রেড ডেভিলসরা চ্যাম্পিয়ন্স লিগেও যোগ্যতা অর্জন করতে পারেনি। সেই জন্য এই বছর ইউরোপা লিগ খেলছে ম্যান ইউ। সেখানেই দুরন্ত জয় ইউনাইটেডের।

Manchester United: অবিশ্বাস্য প্রত্যাবর্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের! ইউরোপা লিগের সেমিতে ব্রুনোরা
Image Credit: X
| Edited By: | Updated on: Apr 18, 2025 | 5:38 PM
Share

কলকাতা: এভাবেও ফিরে আসা যায়। অবিশ্বাস্য জয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। ইউরোপা লিগের সেমিফাইনালে রেড ডেভিলসরা। কোয়ার্টার ফাইনালে পিছিয়ে থেকেও দুরন্ত কামব্যাক ম্যান ইউ-এর। এই শতাব্দী প্রাচীন ক্লাব সাক্ষী একাধিক ইতিহাসের। বিশ্ব ফুটবলে একাধিক নজির তৈরি করেছে ইংল্যান্ডের এই জায়ান্ট ক্লাব। যদিও সম্প্রতি তাদের পারফরম্যান্স একদম তলানিতে। এই মরসুমে রেড ডেভিলসরা চ্যাম্পিয়ন্স লিগেও যোগ্যতা অর্জন করতে পারেনি। সেই জন্য এই বছর ইউরোপা লিগ খেলছে ম্যান ইউ। সেখানেই দুরন্ত জয় ইউনাইটেডের।

ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও অলিম্পিকস লিয়ঁ। সেই ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নেয় ম্যান ইউ। প্রথম লেগের ম্যাচ ২-২ হয়েছিল। ফিরতি লেগে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় ম্যান ইউ। ম্যাচের ১০ মিনিটের মাথায় ম্যানুয়েল ও ৪৬ মিনিটে দিয়েগো দালত গোল করেন। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চাপ বাড়াতে থাকে লিয়ঁ। ম্যাচের ৭১মিনিটে তোলিসো ও ৭৭ মিনিটে নিকোলাসের গোলে সমতা ফেরায় লিয়ঁ।

এক্সট্রা টাইমে গড়ায় ম্যাচ। এক্সট্রা টাইমের প্রথমার্ধেই রায়ান চেরকির গোলে এগিয়ে যায় লিয়ঁ। ১০৯ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে দলকে ৪-২ গোলে এগিয়ে দেন আলেজান্দ্রে। সকলে ভেবেছিল ম্যাচ ম্যান ইউয়ের হাত থেকে বেরিয়ে গিয়েছে। কিন্তু এরপরই সেই অবিশ্বাস্য কামব্যাক। পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্ডেজ পেনাল্টি থেকে গোল করে ১১৪ মিনিটের মাথায় স্কোরলাইন ৪-৩ করেন। ম্যাচের শেষ মুহূর্তে কোবি মাইনুর গোলে ম্যাচে সমতায় ফেরে রেড ডেভিলসরা। এখানেই শেষ নয়। ম্যাচ নির্ধায়ক গোল আসে ১২১ মিনিটের মাথায়। ইংলিশ ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়েরের গোলে জয় ইউনাইটেডের।

এই অবিশ্বাস্য কামব্যাক দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে থাকা ম্যান ইউ সমর্থকরা। এই জয়ের ফলে এগ্রিগেটের বিচারে ৭-৬ গোলে জয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। ইউরোপা লিগের সেমিতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে অ্যাথলেটিক ক্লাবের।