দোহা: লাইম লাইট তাঁর পিছন ছাড়ছেইনা। তিনিও আলো থেকে সরে যেতে চান না। তাই বিশ্বকাপের (FIFA World Cup) মধ্যেও ক্লাব ফুটবলে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর( Cristiano Ronaldo) অবস্থান নিয়ে সরগরম ফুটবল বিশ্ব। ইতিমধ্যেই শোনা যাচ্ছে সৌদি আরবের ক্লাব আল নাসেরের (Al-nassr) বহুমূল্য অফার গ্রহণ করছেন না সিআর সেভেন। তিনি যাচ্ছেন চ্যাম্পিয়ন্স লিগের এক ক্লাবে। এরপরই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের এক বিশেষ ফ্যান সিআর সেভেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর মন্তব্য করে বসেছেন। কে সেই ফ্যান এবং কী বলছেন তিনি? তুলে ধরল TV9 Bangla।
রোনাল্ডোর কেরিয়ারে একের পর নাটকীয় পরিবর্তন আসছে। বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে প্রথম একাদশে তাঁকে রাখেননি কোচ ফার্নান্দো স্যান্টোস। এই নিয়ে বিতর্কের ঝড় ওঠে। রোনাল্ডো বান্ধবী জর্জিনা রড্রিগেজ ক্ষোভ উগরে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ক্লাব ফুটবলে রোনাল্ডোর অবস্থান নিয়ে অনেক জল ঘোলার পর জানা গিয়েছিল, সৌদি আরবের আল নাসেরে ২০০ মিলিয়ন ডলারের চুক্তিতে যোগদান করছেন পর্তুগিজ সুপারস্টার। তবে সেই জল্পনা এখন অতাীত। চ্যাম্পিয়ন্স লিগের কোন ক্লাবেই থাকছেন তিনি। বহু তরজার পর, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি বিচ্ছেদ ঘটেছে। তবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ফ্যানেরা এখনও এক হাত নিচ্ছেন সিআর সেভেনকে। ম্যান ইউ ফ্যান টাইসন ফুরি, পেশায় বক্সার তিনি। ক্ষোভের বসে টাইসন ফুরি রোনাল্ডোকে নিয়ে বলেন, ‘রোনাল্ডোর কেরিয়ার শেষের পথে।’
৩৭ বছরের তারকার বয়স বাঁধ মানছে না। বয়স কারোও জন্যই থেমে থাকে না। সে যতই সুস্থ জীবনযাপন হোক না কেন। কিন্তু এক সময় আপনাকে থামতেই হবে, তাঁর কথায় স্পষ্ট এই কথা। তবে কেরিয়ারের শেষ প্রান্তে এসে তাঁর জীবনে যেসব নাটকীয় মোড় আসছে ,তাতে যে রোনাল্ডো প্রেমীরা খুব খুশি তা একেবারেই নয়। পিয়ার্স মরগ্যানকে দেওয়া বিস্ফোরক সাক্ষাৎকারে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার রোনাল্ডো জানিয়েছিলেন, তিনি আর অর্থ চান না। চান আরও নাম, যশ, খ্যাতি। তবে কি সেই পথেই হাঁটতে চলেছেন সুপারস্টার? প্রশ্ন ভক্ত মনে।