EPL: চ্যাম্পিয়ন্স লিগে ম্যান ইউ, লিভারপুল ছাড়তে পারেন সালাহ?
এ বার প্রিমিয়ার লিগে প্রথম চারেই থাকতে পারল না ক্লপের দল। এখনও একটি ম্যাচ বাকি রয়েছে লিভারপুলের। ৩৭ ম্যাচে রেডদের সংগ্রহ ৬৬ পয়েন্ট।
লন্ডন: চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করতে ব্যর্থ লিভারপুল (Liverpool)। চেলসিকে ৪-১ গোলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড হারাতেই সামনের বছর লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্ন ধুয়ে মুছে যায়। শেষ কয়েক বছর ধরেই প্রিমিয়ার লিগে প্রথম চারে ছিল লিভারপুল। সেই সুবাদে চ্যাম্পিয়ন্স লিগে নিয়মিত ছিল ক্লপের দল। টানা বেশ কয়েক বছরই চ্যাম্পিয়ন্স লিগে পারফর্ম করে লিভারপুল। তার মধ্যে একবার চ্যাম্পিয়নও হয় সালাহরা। গত বছর চ্যাম্পিয়ন্স লিগে রানার্স আপ হয় লিভারপুল। ফাইনালে হারে রিয়াল মাদ্রিদের কাছে। এ বার প্রিমিয়ার লিগে প্রথম চারেই থাকতে পারল না ক্লপের দল। এখনও একটি ম্যাচ বাকি রয়েছে লিভারপুলের। ৩৭ ম্যাচে রেডদের সংগ্রহ ৬৬ পয়েন্ট। সালাহদের (Mo Salah) আগেই রয়েছে নিউক্যাসেল ইউনাইটেড। তাদের ঝুলিতে ৭০ পয়েন্ট। চ্যাম্পিয়ন্স লিগে (Champions League) খেলার স্বপ্ন ভাঙতেই হতাশা চেপে রাখতে পারেননি মোহামেদ সালাহ। টুইটারে সেই হতাশা প্রকাশও করেন মিশরের রাজপুত্র। বিস্তারিত TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
টুইটারে সালাহ লেখেন, ‘একদম ভেঙে পড়েছি। কোনও অজুহাতই যথেষ্ট নয়। চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতার জন্য আমাদের সব কিছুই ছিল। তাও আমরা পারলাম না। আমরা লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করা আমাদের ন্যুনতম টার্গেট। অত্যন্ত দুঃখিত।’
এই মরসুমে লিভারপুলের জার্সিতে ৩০ গোল করে ফেলেছেন সালাহ। প্রিমিয়ার লিগে ১৯ গোল করেছেন তিনি। শেষ ম্যাচে একটি গোল করলেই টানা তিন মরসুমে প্রিমিয়ার লিগে ২০টি গোলের নজির গড়বেন সালাহ। সামনের বছর চ্যাম্পিয়ন্স লিগে দেখা যাবে না মিশরের রাজপুত্রকে? এখানেই উঠছে প্রশ্ন? ইউরোপের সেরা মঞ্চে পারফর্মের জন্য কি তাহলে লিভারপুল ছাড়বেন সালাহ? ইউরোপের ক্লাবে খেলা বেশিরভাগ তারকারাই চ্যাম্পিয়ন্স লিগে খেলেন। কেরিয়ারের সেরা ফর্মে থাকা সালাহকে নিতে অনেক ক্লাবই আগ্রহী। ইউরোপা কাপে লিভারপুলকে দেখা গেলেও, চ্যাম্পিয়ন্স লিগে নেই। সেক্ষেত্রে সালাহকে নিয়ে নতুন করে দড়ি টানাটানি হলে অবাক হওয়ার থাকবে না।
চ্যাম্পিয়ন্স লিগে খেলতে না পারার কারণেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে মোহভঙ্গ হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ক্লাবের সঙ্গে সম্পর্কের অবনতির কারণে পরবর্তীতে যোগ দেন সৌদি প্রো লিগের ক্লাব আল নাসেরে। রোনাল্ডো ক্লাব ছাড়লেও, দু’বছর পর চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ২০২০-২১ মরসুমে দুই নম্বরে শেষ করেছিল রেড ডেভিলস। টালমাটাল পরিস্থিতিতে দলের দায়িত্ব নিয়েছিলেন এরিক টেন হ্যাগ। চেলসিকে ৪-১ গোলে হারাতেই পরের বছর চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের জায়গা পাকা করে নেয় ম্যান ইউ।