Manchester City: এক রাতে মদ্যপানের বিল ৫০ লক্ষ! সিটির সেলিব্রেশনের ধুম দেখে হতবাক সবাই
ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপের পর চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইউরোপের অষ্টম ক্লাব হিসেবে ত্রি-মুকুট জয়ের নজির গড়েছে ম্যান সিটি। ট্রেবল জয়ের দারুণ সেলিব্রেশন করেছেন ম্যাঞ্চেস্টার সিটির ফুটবলাররা। এমনকি এক রাতে জ্যাক গ্রিলিশদের ড্রিঙ্কসের বিল হয়েছে ৪৭ হাজার পাউন্ড। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫০ লক্ষ টাকা।

ম্যাঞ্চেস্টার : সপ্তাহখানেক আগেই ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City) ত্রিমুকুট জিতেছে। এ বার পেপ গুয়ার্দিওলার দলের ছেলেদের সেলিব্রেশন খবরের শিরোনামে। ইস্তানবুল, ইবিজা হয়ে ম্যাঞ্চেস্টার — ম্যান সিটির ট্রেবল জয়ের সেলিব্রেশন চলছেই। ম্যান ইউয়ের পর ইংল্যান্ডের দ্বিতীয় দল হিসেবে ট্রেবল জয়ের নজির গড়েছে ম্যাঞ্চেস্টার সিটি। এই জয়ের সেলিব্রেশনের চক্করে ম্যান সিটির অনেকেই হুজুগে মদ্যপানও করে ফেলেন। পরে সহ্য না করতে পেরে বমিও করেন তাঁরা। ম্যান সিটির গোলকিপার এডেরসন তেমনই জানিয়েছেন। শুধু তাই নয়। ট্রেবল জয়ের আগে প্রিমিয়ার লিগে জয় নিশ্চিত করেই সিটি মেতে ওঠে উদ্দাম সেলিব্রেশনে। যা ছিল নজরকাড়া। এমনকি এক রাতে ম্যান সিটির প্লেয়ারদের মদ্যপানের বিল হয়েছিল প্রায় ৫০ লক্ষ টাকা। সদ্য এই খবর জানিয়েছেন সিটির তারকা জ্যাক গ্রিলিশের বাবা। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘মিমর’-এ জ্যাক গ্রিলিশের বাবা কেভিন গ্রিলিশ জানান, প্রিমিয়ার লিগে জয় নিশ্চিত করার দিন রাতেই ফুটবলাররা নিজেদের পরিবার ও বন্ধুদের নিয়ে টানেল ক্লাবে গিয়েছিলেন। সেখানে সকলে আকণ্ঠ মদ্যপান করেন। আর তার বিল এসেছিল ৪৭ হাজার পাউন্ড (যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫০ লক্ষ টাকা)। জ্যাকের বাবা কেভিন জানান, তিনি নিজে সেই বিল দেখেছিলেন।
সিটি তারকা জ্যাক গ্রিলিশের বাবা বলেন, ‘সত্যি বলতে সিটির সেলিব্রেশন ও পার্টি চমৎকার ছিল। কয়েক সপ্তাহ আগে প্রিমিয়ার লিগ জয়ের পর টানেল ক্লাবে যে সেলিব্রেশনটা হল সেখানে বিল এসেছিল ৪৭ হাজার পাউন্ড। আমি সেই বিলটা নিজের চোখে দেখেছি।’ এর পরই কেভিন বলেন, ‘প্রশ্ন করার আগেই আমি বলেই দিই, যে এটা জ্যাকের (গ্রিলিশ) একার বিল ছিল না। কারণ সেদিন রাতে ও আগেভাগেই বাড়ি ফিরেছিল।’
কেভিন তাঁর স্থানীয় স্নুকার ক্লাবের বন্ধুদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাঁর ছেলে যদি ত্রিমুকুট যেতে তা হলে তিনি তাঁদের জ্যাকের পদকগুলি দেখাবেন। জ্যাকের ট্রেবল জয়ের পর তাঁর বাবা কথা রেখেছেন। জ্যাক গ্রিলিশের বাবা বলেন, ‘আমি কথা দিয়ে তা রাখার মানুষ। আমি জ্যাকের পদকগুলি নিয়ে ওই স্নুকার ক্লাবে গিয়েছিলাম। এবং ওখানে থাকা সকলেই পদকগুলো নিয়ে ছবিও তুলেছিল।’





