Manchester City : এক গোলে ইতিহাস, চ্যাম্পিয়ন্স লিগ জিতে ত্রি-মুকুট ম্যান সিটির

UEFA Champions League 2023 Final : চ্যাম্পিয়ন্স লিগের খেতাব অধরাই থেকেছিল। কাই হাভার্ৎজের এক মাত্র গোলে চেলসির কাছে হেরেছিল ম্যান সিটি। অবশেষে তাদের স্বপ্ন পূরণ। ইস্তানবুলে ইন্টার মিলানকে হারিয়ে প্রথম বার চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিতল ম্যাঞ্চেস্টার সিটি। প্রাপ্তি আরও অনেক।

Manchester City : এক গোলে ইতিহাস, চ্যাম্পিয়ন্স লিগ জিতে ত্রি-মুকুট ম্যান সিটির
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 11, 2023 | 3:40 AM

ইস্তানবুল : বার্সেলোনার কোচ হিসেবে দু-বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবে দায়িত্ব নেওয়ার সময় তাঁর কাছে নতুন চ্যালেঞ্জ ছিল। ইংলিশ ফুটবলের সঙ্গে মানিয়ে নেওয়া। ক্লাবের অধরা স্বপ্ন পূরণ। পেপ গুয়ার্দিওলা সেই স্বপ্ন পূরণে দীর্ঘ পথ অতিক্রম করেছেন। ২০১৬ সালে ম্যাঞ্চেস্টার সিটির দায়িত্ব নেন স্প্যানিশ কোচ। গত ছ’মরসুমের মধ্যে পাঁচ বার ইংলিশ প্রিমিয়ার লিগ জয় ম্যান সিটির। তবে ইউরোপ সেরার খেতাব অধরাই থেকে যাচ্ছিল। ২০২১ সালে প্রথম বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠে ম্যান সিটি। ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ডেরই আর এক ক্লাব চেলসি। চ্যাম্পিয়ন্স লিগের খেতাব অধরাই থেকেছিল। কাই হাভার্ৎজের এক মাত্র গোলে চেলসির কাছে হেরেছিল ম্যান সিটি। অবশেষে তাদের স্বপ্ন পূরণ। ইস্তানবুলে ইন্টার মিলানকে হারিয়ে প্রথম বার চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিতল ম্যাঞ্চেস্টার সিটি। প্রাপ্তি আরও অনেক। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

হাতে গোনা কয়েকটি সুযোগ। ইউরোপ সেরার লড়াইয়ে এমনই তো হওয়ার কথা! ইন্টারও সুযোগ পেয়েছে, তেমনই ম্যান সিটিও। দলে আর্লিং হালান্ডের মতো তারকা স্ট্রাইকার রয়েছেন। অন্যরাও যে ম্যাচ উইনার হয়ে উঠতে পারেন এতে সন্দেহ থাকার কথা নয়। কিছুদিন আগেই এফএ কাপ ফাইনালে ম্যাঞ্চেস্টার ডার্বি জিতে দ্বিমুকুট সম্পূর্ণ করেছিল ম্যান সিটি। ফাইনালে একমাত্র গোলটি করেছিলেন অধিনায়ক ইকে গুন্ডোগান। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইন্টারের বিরুদ্ধে ম্যান সিটির একমাত্র গোল এল ডিফেন্সিভ মিডফিল্ডার রড্রির দূরপাল্লার শটে। অথচ ম্যাচের আধ ঘণ্টা পেরোতেই সিটির অস্বস্তি বাড়ে কেভিন ডি ব্রুইনের চোটে। মাঠ ছাড়তে বাধ্য হন অভিজ্ঞ ডি ব্রুইন। পরিবর্তে মাঠে নামানো হয় ফিল ফডেনকে। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে (৬৮ মিনিট) ঐতিহাসিক গোল রড্রির।

ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপের পর চ্যাম্পিয়ন্স লিগ। ইউরোপের অষ্টম ক্লাব হিসেবে ত্রি-মুকুট জয়ের নজির ম্যান সিটির। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পর ইংল্যান্ডের দ্বিতীয় দল হিসেবে ত্রি-মুকুট। ইউরোপিয়ান ফুটবলের ইতিহাসে এক মাত্র কোচ হিসেবে দুটি ক্লাবের হয়ে ত্রিমুকুট জয়ের রেকর্ড গড়লেন পেপ গুয়ার্দিওলা। এর আগে বার্সেলোনার হয়ে জিতেছিলেন, এ বার ম্যান সিটির।

জাস্টিন ট্রুডো কি সম্রাট নিরো হয়ে গেলেন?
জাস্টিন ট্রুডো কি সম্রাট নিরো হয়ে গেলেন?
‘জমি মাফিয়ার মাৎস্যন্যায়’, কলকাতার গুলশনে বাংলাদেশি নাগরিক?
‘জমি মাফিয়ার মাৎস্যন্যায়’, কলকাতার গুলশনে বাংলাদেশি নাগরিক?
৭টা ফর্মুলা মেনে চললেই ভোটে বারবার জিতে ফেরা কেউ আটকাতে পারবে না
৭টা ফর্মুলা মেনে চললেই ভোটে বারবার জিতে ফেরা কেউ আটকাতে পারবে না
চক-ডাস্টার কেনার পয়সাও নেই! এভাবেই চলছে স্কুল
চক-ডাস্টার কেনার পয়সাও নেই! এভাবেই চলছে স্কুল
জার্মানির মাটিতে News9 Global Summit, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরে
জার্মানির মাটিতে News9 Global Summit, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরে
বিয়ে ভাঙার সিদ্ধান্ত এআর রহমানের, মানসিক ভাবে বিপর্যস্ত গায়কের স্ত্রী
বিয়ে ভাঙার সিদ্ধান্ত এআর রহমানের, মানসিক ভাবে বিপর্যস্ত গায়কের স্ত্রী
Moonmoon Sen: পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেববর্মা
Moonmoon Sen: পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেববর্মা
কার্তিক পুজোর এক ইতিহাস বর্তমান কাটোয়ার অলি-গলিতে
কার্তিক পুজোর এক ইতিহাস বর্তমান কাটোয়ার অলি-গলিতে
শিয়ালদহ আদালত সঞ্জয়, পুলিশর কাণ্ডকারখানায় ফিরল কুণাল ঘোষের স্মৃতি!
শিয়ালদহ আদালত সঞ্জয়, পুলিশর কাণ্ডকারখানায় ফিরল কুণাল ঘোষের স্মৃতি!
সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক
সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক