Manchester City : এক গোলে ইতিহাস, চ্যাম্পিয়ন্স লিগ জিতে ত্রি-মুকুট ম্যান সিটির

UEFA Champions League 2023 Final : চ্যাম্পিয়ন্স লিগের খেতাব অধরাই থেকেছিল। কাই হাভার্ৎজের এক মাত্র গোলে চেলসির কাছে হেরেছিল ম্যান সিটি। অবশেষে তাদের স্বপ্ন পূরণ। ইস্তানবুলে ইন্টার মিলানকে হারিয়ে প্রথম বার চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিতল ম্যাঞ্চেস্টার সিটি। প্রাপ্তি আরও অনেক।

Manchester City : এক গোলে ইতিহাস, চ্যাম্পিয়ন্স লিগ জিতে ত্রি-মুকুট ম্যান সিটির
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 11, 2023 | 3:40 AM

ইস্তানবুল : বার্সেলোনার কোচ হিসেবে দু-বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবে দায়িত্ব নেওয়ার সময় তাঁর কাছে নতুন চ্যালেঞ্জ ছিল। ইংলিশ ফুটবলের সঙ্গে মানিয়ে নেওয়া। ক্লাবের অধরা স্বপ্ন পূরণ। পেপ গুয়ার্দিওলা সেই স্বপ্ন পূরণে দীর্ঘ পথ অতিক্রম করেছেন। ২০১৬ সালে ম্যাঞ্চেস্টার সিটির দায়িত্ব নেন স্প্যানিশ কোচ। গত ছ’মরসুমের মধ্যে পাঁচ বার ইংলিশ প্রিমিয়ার লিগ জয় ম্যান সিটির। তবে ইউরোপ সেরার খেতাব অধরাই থেকে যাচ্ছিল। ২০২১ সালে প্রথম বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠে ম্যান সিটি। ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ডেরই আর এক ক্লাব চেলসি। চ্যাম্পিয়ন্স লিগের খেতাব অধরাই থেকেছিল। কাই হাভার্ৎজের এক মাত্র গোলে চেলসির কাছে হেরেছিল ম্যান সিটি। অবশেষে তাদের স্বপ্ন পূরণ। ইস্তানবুলে ইন্টার মিলানকে হারিয়ে প্রথম বার চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিতল ম্যাঞ্চেস্টার সিটি। প্রাপ্তি আরও অনেক। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

হাতে গোনা কয়েকটি সুযোগ। ইউরোপ সেরার লড়াইয়ে এমনই তো হওয়ার কথা! ইন্টারও সুযোগ পেয়েছে, তেমনই ম্যান সিটিও। দলে আর্লিং হালান্ডের মতো তারকা স্ট্রাইকার রয়েছেন। অন্যরাও যে ম্যাচ উইনার হয়ে উঠতে পারেন এতে সন্দেহ থাকার কথা নয়। কিছুদিন আগেই এফএ কাপ ফাইনালে ম্যাঞ্চেস্টার ডার্বি জিতে দ্বিমুকুট সম্পূর্ণ করেছিল ম্যান সিটি। ফাইনালে একমাত্র গোলটি করেছিলেন অধিনায়ক ইকে গুন্ডোগান। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইন্টারের বিরুদ্ধে ম্যান সিটির একমাত্র গোল এল ডিফেন্সিভ মিডফিল্ডার রড্রির দূরপাল্লার শটে। অথচ ম্যাচের আধ ঘণ্টা পেরোতেই সিটির অস্বস্তি বাড়ে কেভিন ডি ব্রুইনের চোটে। মাঠ ছাড়তে বাধ্য হন অভিজ্ঞ ডি ব্রুইন। পরিবর্তে মাঠে নামানো হয় ফিল ফডেনকে। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে (৬৮ মিনিট) ঐতিহাসিক গোল রড্রির।

ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপের পর চ্যাম্পিয়ন্স লিগ। ইউরোপের অষ্টম ক্লাব হিসেবে ত্রি-মুকুট জয়ের নজির ম্যান সিটির। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পর ইংল্যান্ডের দ্বিতীয় দল হিসেবে ত্রি-মুকুট। ইউরোপিয়ান ফুটবলের ইতিহাসে এক মাত্র কোচ হিসেবে দুটি ক্লাবের হয়ে ত্রিমুকুট জয়ের রেকর্ড গড়লেন পেপ গুয়ার্দিওলা। এর আগে বার্সেলোনার হয়ে জিতেছিলেন, এ বার ম্যান সিটির।

ইনফোসিসের পতনে নারায়ণমূর্তির পরিবারের লস কত হয়েছে জানেন?
ইনফোসিসের পতনে নারায়ণমূর্তির পরিবারের লস কত হয়েছে জানেন?
জেলাশাসকের মাথায় ‘প্রভাবশালী শাশুড়ি’র হাত, ফের কোটি কোটির দুর্নীতির অ
জেলাশাসকের মাথায় ‘প্রভাবশালী শাশুড়ি’র হাত, ফের কোটি কোটির দুর্নীতির অ
এবার পাতালঘরে ঢুকে গেল বাংলাদেশের বাজার!
এবার পাতালঘরে ঢুকে গেল বাংলাদেশের বাজার!
রেলের শেয়ারেরই দিন, চড়চড়িয়ে বাড়ল ইরকন ইন্টারন্যাশনাল থেকে আরভিএনএল!
রেলের শেয়ারেরই দিন, চড়চড়িয়ে বাড়ল ইরকন ইন্টারন্যাশনাল থেকে আরভিএনএল!
অভিষেককে সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য মমতাকে পরামর্শ সুকান্তর
অভিষেককে সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য মমতাকে পরামর্শ সুকান্তর
১ দিনেই ৮০ শতাংশ লাফ, আপনার আছে নাকি এই শেয়ার?
১ দিনেই ৮০ শতাংশ লাফ, আপনার আছে নাকি এই শেয়ার?
যেন ক্লিয়ারেন্স সেল, পুরনো দামে মিলছে IRCTC, CONCOR
যেন ক্লিয়ারেন্স সেল, পুরনো দামে মিলছে IRCTC, CONCOR
পাহাড় চড়ল দালাল স্ট্রিট, আপার সার্কিট হিট করল একাধিক শেয়ার
পাহাড় চড়ল দালাল স্ট্রিট, আপার সার্কিট হিট করল একাধিক শেয়ার
নতুন বছরে নিন এই রেজোলিউশন, আসতে পারে অর্থনৈতিক স্বাধীনতা
নতুন বছরে নিন এই রেজোলিউশন, আসতে পারে অর্থনৈতিক স্বাধীনতা
কাটা ঘুড়ির মতো গোঁত্তা খেয়ে বাস্তবতার মাটিতে আছড়ে পড়েছে বাংলাদেশ
কাটা ঘুড়ির মতো গোঁত্তা খেয়ে বাস্তবতার মাটিতে আছড়ে পড়েছে বাংলাদেশ