AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Manchester City : তিন ম্যাচ বাকি থাকতেই ইপিএল চ্যাম্পিয়ন ম্যান সিটি

EPL Champion : আজ রাতে চেলসির বিরুদ্ধে ম্যাচের পরই চ্যাম্পিয়নের ট্রফি তুলে দেওয়া হবে ম্যান সিটিকে। এ মরসুমে ত্রি-মুকুটের সম্ভাবনা রয়েছে ম্যাঞ্চেস্টার সিটির। টানা তৃতীয় বার ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হল পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি। এফএ কাপের ফাইনালেও উঠেছে তারা। আর সবচেয়ে বড় সম্ভাবনা ইউরোপ সেরা হওয়ার।

Manchester City : তিন ম্যাচ বাকি থাকতেই ইপিএল চ্যাম্পিয়ন ম্যান সিটি
Image Credit: twitter
| Edited By: | Updated on: May 21, 2023 | 3:10 AM
Share

লন্ডন : এখনও তিন ম্যাচ বাকি। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ, সুপার সানডে-তে চেলসির বিরুদ্ধে নামছে ম্যাঞ্চেস্টার সিটি। চেলসির বিরুদ্ধে মাঠে নামার আগেই ইপিএল চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি। ৩৫ ম্যাচে ম্যান সিটির পয়েন্ট ৮৫। গোল পার্থক্য +৬১। ইপিএলের পয়েন্ট টেবলে দ্বিতীয় স্থানে রয়েছে আর্সেনাল। ইপিএলে এ মরসুমের ৩৭তম ম্যাচ খেলল তারা। ম্যান সিটির সঙ্গে পয়েন্টের পার্থক্য ৪। আর্সেনাল জিতলে ম্যান সিটিকে অপেক্ষা করতে হত। পয়েন্ট টেবলের তলানির দিকে থাকা দল নটিংহ্যাম ফরেস্টের কাছে হার আর্সেনালের। নটিংহ্যাম ফরেস্ট জিতল ১-০ ব্যবধানে। আর্সেনালের হারে ম্যান সিটির চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয়ে গেল। আর্সেনালের আর এক ম্যাচ বাকি। জিতলেও ৮৪ পয়েন্ট অবধি পৌঁছতে পারবে। ম্যান সিটির ৩৫ ম্যাচেই রয়েছে ৮৫ পয়েন্ট। এই নিয়ে ছ’মরসুমের মধ্যে পাঁচ বার ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আজ রাতে চেলসির বিরুদ্ধে ম্যাচের পরই চ্যাম্পিয়নের ট্রফি তুলে দেওয়া হবে ম্যান সিটিকে। এ মরসুমে ত্রি-মুকুটের সম্ভাবনা রয়েছে ম্যাঞ্চেস্টার সিটির। টানা তৃতীয় বার ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হল পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি। এফএ কাপের ফাইনালেও উঠেছে তারা। আর সবচেয়ে বড় সম্ভাবনা ইউরোপ সেরা হওয়ার। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও উঠেছে ম্যান সিটি। নীল ম্যাঞ্চেস্টার যে ফর্মে রয়েছে তাতে এই দুটি ট্রফি জেতা অসম্ভব নয়। ২০১৬ সালে ম্যান সিটির দায়িত্ব নিয়েছিলেন পেপ। তাঁর কোচিংয়ে ধারাবাহিক সাফল্য পাচ্ছে সিটি।

ইপিএল ট্রফি নিশ্চিত হতেই ম্যান সিটি অধিনায়ক ইকে গুন্ডোগান বলেন, ‘টানা তৃতীয় বার ক্লাবকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে ভূমিকা নিতে পারা বিশেষ অনুভূতি। ইপিএল কতটা প্রতিদ্বন্দ্বিতামূলক প্রতিযোগিতা, এ বিষয়ে সন্দেহ নেই। জনপ্রিয়তার দিক থেকেও অনেক এগিয়ে। টানা তিন বার এবং গত ছ মরসুমের মধ্যে পাঁচ বার চ্যাম্পিয়ন হওয়া দারুণ ব্যাপার।’ জানুয়ারির মাঝামাঝি ম্যান সিটির থেকে ৮ পয়েন্টে এগিয়ে ছিল আর্সেনাল। এরপর ম্যান সিটি টানা ১১ ম্যাচ জিতে ইপিএল জয়ের হ্যাটট্রিক করল।