Bruno Fernandes: অল্পের জন্য প্রাণ বাঁচল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের এই তারকার

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 18, 2022 | 5:29 PM

বড়সড় দুর্ঘটনার মুখে পড়লেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের এই তারকা ফুটবলার। তাঁর বিপুল দামি ওই গাড়ি রীতিমতো ভেঙেচুরে গিয়েছে। অল্পের জন্য প্রাণে বাঁচলেন রোনাল্ডোড কোন সতীর্থ?

Bruno Fernandes: অল্পের জন্য প্রাণ বাঁচল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের এই তারকার
Bruno Fernandes: অল্পের জন্য প্রাণ বাঁচল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের এই তারকার
Image Credit source: UtdFaithfuls Twitter

Follow Us

লন্ডন: অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) তারকা ফুটবলার ব্রুনো ফের্নান্ডেজ (Bruno Fernandes)। সোমবার সকালে টিমের ট্রেনিংয়ে যাচ্ছিলেন পর্তুগিজ ফুটবলার। তখনই দুর্ঘটনার কবলে পড়ে তাঁর পর্শে। ধাক্কার প্রাবল্যে গাড়ির ডানদিক রীতিমতো ভেঙেচুরে গিয়েছে। ডাইভার সিটের দরজা ভেঙে ঝুলে পড়েছিল। তুবড়ে ভিতরে ঢুকে গিয়েছে ডানদিকের চাকা। লিভারপুলের বিরুদ্ধে মঙ্গলবার ইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ব্রুনো কোনও গুরুতর চোট পাননি। তবে তিনি মঙ্গলবারের ম্য়াচের জন্য ফিট কিনা, তা অবশ্য জানা যায়নি। ২০২০ সালে লিসবন থেকে ওল্ড ট্র্যাফোর্ডে এসেছিলেন ব্রুনো। দ্রুত টিমের গুরুত্বপূর্ণ ফুটবলার হয়ে উঠেছেন। ক্লাবের হয়ে ১২০ ম্যাচ খেলে ৪৯টা গোলও করেছেন তিনি। এই মরসুমে ৯টা গোলের পাশাপাশি ৬টা গোল করিয়েওছেন। আগামী মরসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য লিগ টেবলের প্রথম চারের থাকার জন্য লড়াই চালাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা (Cristiano Ronaldo)। ব্রুনোর না থাকা টিমে প্রভাব ফেলবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

সোমবার সকালে ক্লাবের ট্রেনিংয়ে যাওয়ার জন্য রোজকার মতোই তাঁর প্রিয় ইলেকট্রিক পর্শেই নিয়েছিলেন। একটি ছোট রাস্তায় ঢুকেই বিপাকে পড়ে ব্রুনোর গাড়ি। সজোরে ধাক্কা মারে তাঁর গাড়ি। তবে গাড়ি ব্রুনোই চালাচ্ছিলেন, নাকি ড্রাইভার ছিল, তা অবশ্য জানা যায়নি। ওই দুর্ঘটনার পরই ক্লাবের তরফে গাড়ি পাঠানো হয়। তারপর কী হয়েছে, তা অবশ্য পুরোপুরি জানা যায়নি। এতটা জানা যাচ্ছে যে, সোমবার বিকেলে টিমের সঙ্গে ট্রেনিং করবেন পর্তুগিজ সুপারস্টার।

শনিবার নরউইচকে ৩-২ গোলে হারিয়েছে ম্যাঞ্চেস্টার। পুরো ৯০ মিনিটই খেলেছিলেন ব্রুনো। ওই ম্যাচে অবশ্য় হ্যাটট্রিক করেছেন রোনাল্ডো। লিগ টেবলের পাঁচে থাকা ম্যাঞ্চেস্টারের কাছে লিভারপুল ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর পর দুটো ম্যাচ জিততে পারলে তবেই প্রথম চারে নিজেদের জায়গা খানিকটা পাকা করতে পারবে রাল্ফ রাগনিকের টিম। আর সেই কারণেই ব্রুনোর মতো ফর্মে থাকা ফুটবলারকে দরকার কোচের। সোমবার সকালে ব্রুনো গাড়ি দুর্ঘটনা যে রাগনিককে কিছুটা চাপে ফেলে দিয়েছে, সন্দেহ নেই। তবে যতটুকু খবর ও ছবি পাওয়া যাচ্ছে ব্রুনোর, তাতে তিনি সুস্থই রয়েছেন।

আরও পড়ুন: Vishwa Deenadayalan: পথ দুর্ঘটনায় প্রয়াত ১৮ বছরের টেবল টেনিস প্লেয়ার বিশ্ব দীনদয়ালান

আরও পড়ুন: FA Cup: প্যালেসকে হারিয়ে এই নিয়ে টানা তৃতীয়বার এফএ কাপের ফাইনালে চেলসি

Next Article