Footballer Chinglensana : অশান্ত মণিপুরে জ্বলল ফুটবলারের বাড়ি, স্বপ্নও পুড়ে ছাই

Manipur : অশান্ত মণিপুর ফুটবলার চিংলেনসানার সবকিছু কেড়ে নিল। বাড়ি, ঘরেদোর পুড়ে ছাই হয়ে গিয়েছে। যা স্বপ্ন দেখেছিলেন সব এখন ধুলোয় মিশে।

Footballer Chinglensana : অশান্ত মণিপুরে জ্বলল ফুটবলারের বাড়ি, স্বপ্নও পুড়ে ছাই
Image Credit source: Twitter

| Edited By: তিথিমালা মাজী

Jul 31, 2023 | 4:44 PM

কলকাতা : কেরালার কোঝিকোড়ের মে মাসের এক বিকেলে ম্যাচ শেষে ক্লান্ত শরীরে ড্রেসিংরুমে ফিরছিলেন। সাজঘরে ফিরে নিজের ফোন চেক করতে গিয়ে চমকে ওঠেন ফুটবলার চিংলেনসানা (Chinglensana)। প্রচুর মেসেজ ও মিসড কল। চিন্তিত ফুটবলার রিং ব্যক করলেও ওপার থেকে আর সাড়া পাননি। মণিপুরের (Manipur) বাসিন্দা চিংলেনসানার অবশ্য জানতে বেশি দেরি হয়নি যে অশান্ত রাজ্যে তাঁর বাড়ি, ঘর কেড়ে নিয়েছে। প্রায় সবকিছু খুইয়েছেন তিনি। ৩ মে কোঝিকোড়েই মোহনবাগানের বিরুদ্ধে এএফসি কাপের প্লে অফ ম্যাচে হায়দরাবাদ এফসি-র হয়ে খেলছিলেন চিংলেনসানা। ম্যাচের পর জানতে পারেন অশান্ত মণিপুরে সবকিছু হারিয়েছেন। শুধুমাত্র পরিবার বেঁচে রয়েছে কোনওক্রমে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

দুই সম্প্রদায়ের মধ্যে সমস্যার জেরে গত তিন মাস ধরে অশান্ত মণিপুর। রাজ্যের চুরচন্দপুর জেলার খুমুজামার বাসিন্দা চিংলেনসানা সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, “আমরা সবকিছু হারিয়েছি। এতদিন যা রোজগার করেছিলাম, আমাদের কাছে যতটুকু ছিল সব খুইয়েছি। খবরে শুনলাম আমাদের বাড়ি, ঘর পুড়িয়ে দিয়েছে। চুরচন্দপুরে যে ফুটবল টার্ফ বানিয়েছিলাম সেটাকেও জ্বালিয়ে দিয়েছে। এটা আমার স্বপ্ন ধুলিস্যাৎ করে দেওয়ার মতো।”

নিজের স্বপ্ন নিয়ে মণিপুরী ফুটবলার বলেন, “আমি ছোট ছোট ফুটবলারদের একটা মঞ্চ দেওয়ার চেষ্টা করেছিলাম। সেটুকুও ছিনিয়ে নিল ওরা। ভাগ্যক্রমে আমার পরিবার বেঁচে গিয়েছে।” ফুটবলার আরও জানিয়েছেন, তিনি যখন মায়ের সঙ্গে কথা বলছিলেন তখন পিছন থেকে গুলির আওয়াজ ভেসে আসছিল। শুধু ফুটবলারের বাড়ি নয় গোটা গ্রামটার অস্ত্বিত্ব ধ্বংস হয়ে গিয়েছে। রাজ্যের তরুণ ফুটবল প্রতিভাদের তুলে আনার যে স্বপ্ন দেখেছিলেন সেটাও ধুলিস্যাৎ হয়ে গিয়েছে। চিংলেনসানা বলেছেন, এই ধ্বংসস্তূপ সরিয়ে নতুনভাবে শুরু করতে চান তিনি।