দোহা: অঘটনের গ্রুপ পর্ব থেকে হাসি, কান্নায় মোড়া নকআউটের ম্যাচ। ১৭ দিন ধরে হাড্ডাহাড্ডি লড়াই চলার পর মাঝে দিন দু’য়েকের বিরতি। ফের একবার যুদ্ধ শুরু হয়ে গিয়েছে ফুটবল বিশ্বকাপে (Qatar World Cup 2022)। এ বারের লড়াই আরও কঠিন। ৩২ দলের বিশ্বকাপ ঝাড়াই বাছাই করে আটটি টিমে এসে দাঁড়িয়েছে। সামনে শেষ চারে ওঠার কঠিন লড়াই। দিন দুয়েক দম নিয়ে ফের একবার লেগে পড়েছে পর্তুগাল, ব্রাজিল, আর্জেন্টিনা, নেদারল্যান্ডস, ফ্রান্স, ক্রোয়েশিয়ার মতো দলগুলি। কোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচে মাঠে নামছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। সেমিফাইনালে ওঠার পথে পর্তুগালের (Portugal) প্রতিপক্ষ মরক্কো (Morocco)। কাতার বিশ্বকাপে কখন, কীভাবে দেখবেন এই ম্যাচ? জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
হেড টু হেডে নজর দিলে দেখা যায় এর আগে বিশ্বকাপে মোট দু’বার এই দুই দলের সাক্ষাৎ হয়েছে। যার মধ্যে দুই দলই এক বার করে জিতেছে। ১৯৮৬ সালে মরক্কো পর্তুগালকে ৩-১ ব্যবধানে হারিয়েছিল। গত বিশ্বকাপে পর্তুগাল মরক্কোকে ১-০ ব্যবধানে হারিয়েছিল। গ্রুপ পর্ব এবং শেষ ১৬ মিলিয়ে মোট ২টি ম্যাচ জিতে ও ২টি ম্যাচ ড্র করে কোয়ার্টার ফাইনালে উঠেছে মরক্কো। অন্যদিকে পর্তুগাল গ্রুপ পর্ব এবং শেষ ১৬ মিলিয়ে মোট ৩টি ম্যাচে জিতে এবং ১টি ম্যাচে হেরে শেষ আটে উঠেছে। মরক্কো এই প্রথম বার কোয়ার্টার ফাইনালে উঠেছে।
এ বারের ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো বনাম পর্তুগালের ম্যাচটি কবে হবে?
এ বারের ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো বনাম পর্তুগালের ম্যাচটি রয়েছে আজ, শনিবার (১০ ডিসেম্বর)।
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো বনাম পর্তুগালের ম্যাচটি কোথায় হবে?
কাতার বিশ্বকাপে মরক্কো বনাম পর্তুগালের ম্যাচটি আল থুমামা স্টেডিয়ামে হবে।
ভারতীয় সময় অনুসারে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো বনাম পর্তুগালের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো বনাম পর্তুগালের ম্যাচটি শুরু হবে রাত ৮.৩০ মিনিটে।
কোথায় দেখা যাবে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো বনাম পর্তুগালের ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
কাতার বিশ্বকাপে মরক্কো বনাম পর্তুগাল ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮ এবং স্পোর্টস ১৮ এইচডি চ্যানেলে। এ ছাড়া কাতার বিশ্বকাপের ম্যাচগুলির লাইভ স্ট্রিমিং দেখা যাচ্ছে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে। পাশাপাশি বিশ্বকাপে মরক্কো বনাম পর্তুগালের ম্যাচটির লাইভ আপডেট পাওয়া যাবে TV9Bangla-র ওয়েবসাইটে।